লন্ডন: ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে ব্যাট হাতে তাঁকে মাঠে নিয়মিত পারফর্ম করতে হবে। স্বীকারোক্তি ভারতীয় ওপেনার কে এল রাহুলের।
টিম ইন্ডিয়ার নিয়মিত ওপেনার শিখর ধবন চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ায় সেই জায়গায় রোহিত শর্মার সঙ্গে রাহুলকে ওপেনিং করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ৯২ বলে ৭৭ রান করেন রাহুল। চলতি বিশ্বকাপে এটি ছিল তাঁর দ্বিতীয় অর্ধশতরান। ওই রানের দৌলতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম উইকেটে ১৮০ রান করে ভারত।
রাহুল বলেন, গত কয়েক বছরে আমি শিখেছি যে, দলের জন্য আমাকে ধারাবাহিকভাবে ভাল খেলতে হবে। উইকেট অনুযায়ী নিজের খেলায় পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, গত কয়েকটি ম্যাচে যেমন সাউদাম্পটন, ম্যাঞ্চেস্টার ও বার্মিংহাম -- এখানকার উইকেট ধীরগতির ছিল। তাই আমার মনে হয়েছিল, প্রথমদিকে কিছুটা সময় নিয়ে উইকেটে থিতু হয়ে পরে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে।
তরুণ ক্রিকেটার জানান, নিজের ব্যাটিং সম্পর্কে তিনি সমসময় আত্মবিশ্বাসী ছিলেন। বলেন, আমার দায়িত্ব হচ্ছে প্রথমদিকে কিছুটা সময় নিয়ে পরের দিকে হাত-খুলে শট খেলা। প্রতিটা ইনিংসের সঙ্গে আমি শিখছি ও উন্নতি করছি।
দলের সহ-অধিনায়ক ও ওপেনিং পার্টনার রোহিতের ভূয়সী প্রশংসা করেন রাহুল। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের দুরন্ত শতরান সম্পর্কে রাহুল বলেন, ওই পিচে একমাত্র রোহিত শতরান করতে পারে। রাহুলের দাবি, উইকেট একেবারেই সহজ ছিল না।
ধারাবাহিক পারফর্ম করতে হলে দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে: কে এল রাহুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2019 06:07 PM (IST)
টিম ইন্ডিয়ার নিয়মিত ওপেনার শিখর ধবন চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ায় সেই জায়গায় রোহিত শর্মার সঙ্গে রাহুলকে ওপেনিং করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -