দ্বিতীয় ইনিংসে পূজারা ও কোহলির মতো ব্যাটিং করা দরকার: কামিন্স
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Dec 2018 05:01 PM (IST)
মেলবোর্ন: জসপ্রিত বুমরার বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৫১ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতীয় শিবিরে পাল্টা আঘাত হেনেছেন প্যাট কামিন্স। এই অজি ফাস্ট বোলারের দাপটে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান পাঁচ উইকেটে ৫৪। তিনি একাই নিয়েছেন চার উইকেট। টপ অর্ডারের বিপর্যয় সত্ত্বেও চলতি সিরিজের তৃতীয় টেস্টে অ্যাডভান্টেজ ভারতই। প্রথম ইনিংসে ২৯২ রানের লিড নেওয়ার পর তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৩৪৬ রানে। মেলবোর্নের এই পিচে ব্যাট করাটা এখনও পর্যন্ত সহজ মনে হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে কামিন্স বলেছেন, এমসিজি-র এই পিচে কীভাবে খেলতে হয়, তা অজি ব্যাটসম্যানদের ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার কাছ থেকে শেখার প্রয়োজন রয়েছে। প্রথম ইনিংসে পূজারা ও কোহলির জুটিতে ১৭০ রান ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। ৭ উইকেটে ৪৪৩ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। কামিন্স বলেছেন, পূজারা ও কোহলির টেমপারামেন্ট শিক্ষা নেওয়া দরকার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। কামিন্স বলেছেন, দলের পক্ষে পরিস্থিতিটা অবশ্যই আদর্শ নয়। প্রথম ইনিংসে ভালো স্কোর করে ম্যাচে লড়াইয়ে থাকার কথা ভেবেছিলাম। খেলার রাশ ওদের হাত থেকে নিতে চাইছিলাম। দলের ব্যাটসম্যানরা তরুণ এবং তারা প্রচুর পরিশ্রম করছে। তারা নিজেদের সেরা চেষ্টাই করছে। কিন্তু আজ সব কিছু ঠিকঠাক হল না। কামিন্স বলেছেন, ভারতের প্রথম ইনিংসে যেটা দেখা গেছে, তা হল পূজারা ও বিরাটের টেমপারামেন্ট এবং ওরা কীভাবে ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছে। ওরা সমস্ত চাপ নিজেদের ঘাড়ে নিয়েছিল। কারণ, এই পিচে রান করাটা খুবই কঠিন। বড় রান করতে গেলে এখানে অনেক বেশি বল খেলতে হয়। এ ধরনের উইকেটে প্রথমে চাপ কাটিয়ে তারপর রান করতে হয়। কিন্তু আজ আমাদের ব্যাটসম্যানরা সেই কাজটা করতে পারেনি। অজি ফাস্ট বোলার বলেছেন, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে চলতি টেস্টের বাকি দুটি দিন ভারতকে লড়াই ছুঁড়ে দিতে অন্যদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ম্যাচে দলের পক্ষে এখনও ইতিবাচক ফলাফলের আশা ছাড়ছেন না কামিন্স। তিনি বলেছেন, দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে পরিস্থিতি কঠিন করে তুলতে চেয়েছিলেন তিনি। কামিন্স নিজের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন। আগামীকাল ভারতের ইনিংস খুব বেশিক্ষণ স্থায়ী হবে না বলে আশা করেছেন তিনি।