বেঙ্গালুরু: আগামী ২৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫। যা পিছিয়ে গেল ভারত-পাকিস্তান বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। নীরজ চোপড়া ক্লাসিকের তরফে সোশ্য়াল মিডিয়া বিবৃতিতে জানানো হয়েছে, ''দেশের বর্তমান পরিস্থিতিতে নীরজ চোপড়া ক্লাসিকের প্রথম মরশুমের টুর্নামেন্টের সূচি পিছিয়ে দেওয়া হল। এই সিদ্ধান্ত নেওয়ার অন্য়তম কারণ অ্য়াথলিটদের নিরাপত্তা ও দেশের বৃহত্তর স্বার্থে।''
এই নীরজ চোপড়া ক্লাসিক নিয়ে কম বিতর্ক হয়নি। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জন নিরীহ মানুষের। এই ঘটনায় পাক মদতের আঁচ মিলেছিল। কিন্তু ঘটনার আগেই নীরজ চোপড়া ক্লাসিকের জন্য পাকিস্তানের অ্য়াথলিট আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। যদিও পরিবর্ত পরিস্থিতিতে আর্শাদও এই আমন্ত্রণ রাখেননি। এমনকী নীরজের তরফেও জানানো হয়েছিল যে দেশের স্বার্থ সবা আগে। তাই আর্শাদের সঙ্গে খেলা আর কোনওভাবেই সম্ভব নয়।
যদিও বিতর্ক এরপরও কমেনি। পহেলগাঁও ঘটনার পরও নীরজের সোশ্যাল মিডিয়া পোস্ট ইতিবাচকভাবে নেননি অনেক ভারতীয়রাই। আবার অপারেশন সিঁদুরের পর আর্শাদ যেভাবে পাকিস্তানের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে নিজের দেশের সমর্থনে সোচ্চার হয়েছেন, এরপরও নীরজকে খোঁচা দিয়েছেন ভারতীয়রা। যদিও শেষ পর্যন্ত যে টুর্নামেন্টে নিয়ে বিতর্কের শুরু, সেই টুর্নামেন্টই পিছিয়ে দেওয়া হল।
পিছিয়ে গেল আইপিএল, বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ
১৮তম আইপিএল কি স্থগিত, নাকি পুরোপুরি বাতিল করে দেওয়া হল টুর্নামেন্ট? তা নিয়েও শুরু হয়েছিল জোর জল্পনা। অবশেষে শুক্রবার দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, আইপিএল পুরোপুরি বাতিল হচ্ছে না। স্থগিত রাখা হচ্ছে। এবং সেটা এক সপ্তাহের জন্য।ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। পরিস্থিতি খতিয়ে দেখে টুর্নামেন্টের বাকি সূচি, এবং কোথায় খেলা হবে, তা জানানো হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।
বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20) সিজন টু স্থগিত করে দেওয়ার কথা ঘোষণা করল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। একটি বিবৃতিতে সিএবি সচিব নরেশ ওঝা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে গোটা বঙ্গ ক্রিকেট সমাজ ভারতীয় সেনাবাহিনির পাশে রয়েছে।