নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে ইতিহাস তৈরি করেছিলেন। জ্যাভলিন থ্রোয়ে দেশকে এনে দিয়েছিলেন স্বর্ণপদক। ফের কি বিশ্বমঞ্চে সোনালি মুহূর্ত উপহার দিতে চলেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)?


বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের পদকজয়ের স্বপ্ন দেখাচ্ছেন নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Championships) নেমে প্রথম থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফাইনালে খেলা পাকা করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গিয়েছেন হরিয়ানার অ্যাথলিট। রবিবার ওরেগনের ইউজিনে জ্যাভলিনের ফাইনালে সোনা জেতার লক্ষ্য নিয়েই নামবেন নীরজ। ভারতের দ্বিতীয় অ্যাথলিট এবং প্রথম পুরুষ অ্যাথলিট হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে পদক জেতার সুযোগ রয়েছে নীরজের সামনে।


এই নিয়ে দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছেন নীরজ। ২০১৭-য় প্রথম বার নেমে তিনি খালি হাতে ফিরেছিলেন। ২০১৯-এ চোটের কারণে অংশ নিতে পারেননি। এ বার তাঁর সামনে পদকজয়ের সুযোগ।


 






ফাইনালে তাঁকে লড়তে হবে গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের বিরুদ্ধে। যোগ্যতা অর্জন পর্বে পিটার্স ৯০ মিটারের বেশি ছুড়েছেন। প্রায় ১৯ বছর বাদে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদকজয়ের আশায় বুক বাঁধছে ভারত। ২০০৩ সালে এই প্রতিযোগিতায় একটি পদক জিতেছিল ভারত। লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ। এরপর আর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদকের মুখ দেখেনি ভারত। এবার নীরজের হাত ধরে সেই খরা কাটতে পারে বলেই আশা।


কখন ফাইনাল


ভারতীয় সময় সকাল ৭.০৫ এ শুরু হবে জ্যাভলিনের ফাইনাল


সরাসরি সম্প্রচার


সোনি টেন টু ও সোনি টেন টু এইচ ডি চ্যানেল ও সোনি লিভ অ্যাপে