নয়াদিল্লি: এই মাসের ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে ৩৬তম জাতীয় গেমস (National Games)। গুজরাতের ছয় শহরে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েসন (আইএ) জাতীয় গেমসে দেশের শীর্ষস্তরের অ্যাথলিটদের বাধ্যতামূলক অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছিল বটে। তবে তা সত্ত্বেও দেশের সেরা অ্যাথলিটদের মধ্যে অন্যতম, নীরজ চোপড়া (Neeraj Chopra) জাতীয় গেমসে অংশগ্রহণ করছেন না।


ডায়মন্ড লিগ ফাইনালে ইতিহাস


নীরজ সদ্যই প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ ফাইনাল জিতে ইতিহাস রচনা করেছেন। তারপরেই তিনি জানিয়েছিলেন এই টুর্নামেন্টের মাধ্যমেই তাঁর এই মরসুম শেষ হয়েছে। ডায়মন্ড লিগ ফাইনাল জয়ের পাশাপাশি ইউজিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। দীর্ঘ মরসুমের পর নিজের শরীরকে সঠিক মাত্রায় বিশ্রাম দিয়ে আবার তরতাজা হয়ে পরের মরসুমে ঝাঁপানোটা নীরজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই তিনি জাতীয় গেমসে অংশগ্রহণ করবেন না বলে ঠিক করেছেন। 


নীরজ বলেন, 'বছরের শুরুতে আমি নিজের জন্য যে ক্রীড়াসূচি তৈরি করেছিলাম, সেই হিসাবে এটাই (ডায়মন্ড লিগ ফাইনাল) আমার শেষ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। আমি এশিয়ান গেমসে অংশগ্রহণ করতাম। তবে তা তো পিছিয়ে গিয়েছে। আমরা এটা সবাই জানি। তাই জুরিখেই আমার মরসুম শেষ হয়ে গিয়েছে। জাতীয় গেমসের দিনক্ষণ তো সদ্যই ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আমি আমার কোচের সঙ্গে কথাবার্তা বলেছি এবং ওঁ আমায় বিশ্রাম নিয়ে পরের বছর, এক ভীষণ গুরুত্বপূর্ণ মরসুমের জন্য তৈরি হওয়ার পরামর্শ দিয়েছে। পরের বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমস, দুই টুর্নামেন্টই তো রয়েছে।'


চোটের ঝুঁকি


সদ্যই চোট সারিয়ে ট্র্যাকে ফিরেছেন নীরজ। চোটের জন্য তাঁর কমনওয়েলথ গেমসেও খেলা হয়নি। তাই যদি এমন অবস্থায় শীরের বাড়তি চাপ দেওয়া হয়, তাহলে সমস্যা হতে পারে বলেই জানাচ্ছেন নীরজ। 'আমি সদ্যই কুঁচকির চোট সারিয়ে ফিরেছি। আমি যদি এখনও অনুশীলন করে টুর্নামেন্টে অংশগ্রহণ করি, তাহলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। আমার কাকা এবং বন্ধুরা ভারত থেকে এখানে জুরিখে উড়ে এসেছে। ওদের সঙ্গেই আমি এক বা দুই সপ্তাহের ছুটি কাটিয়ে ভারতে ফিরব। তারপরেই বাড়ি ফিরে আমি আমার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করব।' জানান ২৪ বছর বয়সি ভারতীয় তারকা অ্যাথলিট নীরজ।


আরও পড়ুন: ফের ইতিহাস নীরজের, প্রথম ভারতীয় হিসাবে জিতলেন ডায়মন্ড লিগ ফাইনাল