লাউসান্নে: লাউসান্নে ডায়মন্ড লিগ (Lausanne Diamond League) জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন নীরজ। উল্লেখ্য, এর আগে তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। তবে কমনওয়েলথ গেমসে তিনি খেলতে পারেননি। কারণ সেসময় চোট পেয়েছিলেন নীরজ। তবে এবার ভারতীয়দের আরও একবার হৃদয় জয় করলেন তিনি। ডায়মন্ড লিগের ইতিহাসে এই প্রথমবার, কোনও ভারতীয় হিসেবে প্রথম হয়ে দেশের মুকুটে আরও একটি পালক জুড়লেন।  


প্রথম থ্রোয়েই সাফল্য


কুঁচকির চোটের কারণে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলতে পারেননি বছর ২৪-র নীরজ চোপড়া। ২৬ অগাস্ট থেকে শুরু হয় ডায়মন্ড লিগ মিটিং। এই প্রতিযোগিতায় ফেরা নিয়ে এবার মুখ খোলেন টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনাজয়ী এই জ্যাভলিন থ্রোয়ার। নীরজের কথায়, 'চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে যেতে বাধ্য হয়েছিলাম। আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম।'তবে নীরজ ঘনিষ্ঠ সুত্রের দাবি, এই মুহূর্তে বিদেশে পুনর্বাসন করছেন নীরজ। তাঁর কোচ ও সাপোর্ট স্টাফরাও সঙ্গে রয়েছেন।  তবে সেই আফশোস সরিয়ে এবার লাউসান্নে ডায়মন্ড লিগে ৮৯.৮ মিটার দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়লেন তিনি। এটা তাঁর কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো। নিজের প্রথম প্রয়াসেই নীরজ এইদিন এই থ্রোটি করেন। এরপর দ্বিতীয় থ্রোয়ে ৮৫.১৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিল তাঁর জ্যাভলিন।


আরও পড়ুন, এশিয়া কাপের আগে ফের ধাক্কা পাক শিবিরে, ছিটকে গেলেন তরুণ বোলার


বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও ইতিহাস


কমনওয়েলথ থেকে নাম তুলে নেওয়ার আগে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন এই অ্যাথলিট। অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন নীরজ। ২০০৩ সালে প্যারিসে অঞ্জু  লং জাম্পে ব্রোঞ্জ পান। ১৯ বছর পর অঞ্জুকে ছাপিয়ে নীরজ রুপো জিতে দেশের মুখ বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল করেছিলেন। আর এরপরই চারিদিক থেকে শুভেচ্ছাবন্যায় ভাসেন তিনি। ভারতের দ্বিতীয় অ্যাথলিট হিসেবে পদক জিতেছেন পানিপথের তরুণ। আর এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন নীরজকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী ভারতীয় অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি ট্যুইট করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় সেবার লেখেন, 'আমাদের দেশের অন্যতম সেরা এক ক্রীড়াবিদের আরও এক কৃতিত্ব। নীরজ চোপড়াকে অনেক অনেক অভিনন্দন। ভারতীয় ক্রীড়াজগতের জন্য অন্য়তম সেরা একটি মুহূর্ত। নীরজকে আগামী ইভেন্টগুলোর জন্য শুভেচ্ছা রইল।'