নয়াদিল্লি: ২০০৩ সালের পর ২০২২। দেড় দশকের অপেক্ষার অবসান। ফের একবার বিশ্ব অ্যাথলেটিক্সের (World Atheletics Championship) মঞ্চে পদক জয় ভারতের। টোকিও অলিম্পিক্সের পর ফের একবার অ্যাথলেটিক্সের বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন নীরজ চোপড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi) নিজের ট্যুইটারে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। 


সোশাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যা


নীরজের সাফল্যের পর সোশাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এছাড়াও অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও ট্যুইটে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে। 


 






 






 






 


এদিন শুরুটা যদিও খুব একটা ভাল হয়নি নীরজের। তিনি নিজের প্রথম থ্রোটি ফাউল করেন এদিন। সেখানে গ্রেনাডার জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটারস ৯০.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের পদক একপ্রকার নিশ্চিত করে দিয়েছিলেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় সুযোগে নীরজ যথাক্রমে ৮২.৩৯ ও ৮৬.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ পদক্ষেপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের রুপো নিশ্চিত করেন নীরজ। তবে এদিন ২ বার ফাউল থ্রো করেছিলেন এই তরুণ। নিজের সেরা থ্রো ৯০.৫৪ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করেন পিটারস। চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভালদেজ ৮৮.০৯ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জেতেন। এদিন ভারতের আরেক জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদবও ফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথম তিনটি থ্রোয়ের পরই ছিটকে যান তিনি। 


আরও পড়ুন: 'ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অন্যতম স্পেশাল মুহূর্ত', নীরজের সাফল্যের পর ট্যুইট মোদির