হারারে: ইতিহাসের পাতায় জায়গা করে নিল নেপাল ক্রিকেট। প্রথমবার, একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করল ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র।


https://twitter.com/ICC/status/974497736568471552

এদিন জিম্বাবোয়ের হারারেতে ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা-নির্ণায়ক ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৬ উইকেটে হারিয়ে এই যোগ্যতা অর্জন করল নেপাল। অন্যদিকে, প্রতিযোগিতার পাঁচটির মধ্যে চারটিতে হেরে ওডিআই স্টেটাস হারাতে চলেছে পিএনজি। আগামী শনিবার, সপ্তম স্থানের লড়াইয়ের জন্য নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়েকোয়েতে নামবে নেপাল। একইদিনে হংকংয়ের বিরুদ্ধে খেলবে পিএনজি।


https://twitter.com/ICC/status/974480876418433024