ক্যানবেরাঅ্যাডিলেডে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অজিদের বিরুদ্ধে ভালই পারফরম্যান্স চেতেশ্বর পূজারার। কিন্তু তার মধ্য়েই আক্রমণ করা হল তাঁকে। অভিযোগ এমনই। শুধু আক্রমণই নয়,অভিযোগ বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন তিনি।


অভিযোগের তির কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্নের দিকে। ঘটনা কীপূজারাকে স্টিভ বলে ডাকা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার ভারতের প্রথম উইকেট তাড়াতাড়ি পড়ে যায়। এরপর প্রতিরোধ গড়ে তুলেছিলেন পূজারা। সেই সময় ধারাভাষ্যকার ছিলেন শেন ওয়ার্ন। তিনি বলেনইয়র্কশায়ারে চেতেশ্বর পূজারার নাম উচ্চারণ করতে পারত না ইংরেজরা। তাই তাঁকে 'স্টিভবলে ডাকা হতো। ওঁর নাম উচ্চারণ করা মোটেই সহজ নয়। ওয়ার্নের এই বক্তব্যের পর বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে। পূজারাকে আক্রমণের অভিযোগ তুলেছেন নেটিজেনরা। তাঁরা আক্রমণ করেছেন ওয়ার্নকে। কেউ কেউ বলেছেনঅসম্মানজনক মন্তব্য। উচ্চারণ কীভাবে করতে হয় শিখে আসুন।

প্রসঙ্গতকিছুদিন আগেই ইয়র্কশায়ারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ এনেছিলেন ক্লাবের এক প্রাক্তন কর্মী তাজ বাট। বাট ইয়র্কশায়ারের ক্রিকেট ফাউন্ডেশনে ডেভলপমেন্ট কর্মকর্তা। তিনি বলেন, 'এশিয়দের ট্যাক্সি ড্রাইভার এবং রেস্তোরাঁ কর্মী বলে অপমান করা হতো। চেতেশ্বর পূজারার নাম উচ্চারণ করতে পারত না বলে সবাই তাকে স্টিভ বলত।এই অভিযোগের পর তদন্ত শুরু করেছে ইয়র্কশায়ার। এবার  ওয়ার্নের মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের প্রশ্নইংল্যান্ডের ক্রিকেটারদের বর্ণবৈষম্যমূলক আচরণকে কি পরোক্ষে সমর্থন করছেন ওয়ার্ন?