কলকাতা: মাত্র কয়েক মাস আগেই বিসিসিআই সভাপতি ছিলেন শশাঙ্ক মনোহর। কিন্তু মার্চে তিনি আইসিসি চেয়ারম্যান হওয়ার পরেই পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। এখন ভারতীয় বোর্ডের পয়লা নম্বর দুশমন মনোহর। সাংবাদিক সম্মেলনে তাঁর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বর্তমান বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। তবে পাল্টা কোনও মন্তব্য করতে নারাজ মনোহর। তিনি বিসিসিআই-এর যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। ভারতীয় বোর্ডের কর্তাদের বিরুদ্ধে কখনও কোনও মন্তব্য করেননি বলেও দাবি আইসিসি চেয়ারম্যানের।

 

‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মনোহর বলেছেন, ‘অনুরাগ কী বলেছে আমি জানি না। আমি কী বলব? সবারই নিজের মতো চলার অধিকার আছে।  সব কথাতেই আমি প্রতিক্রিয়া দিতে যাব কেন? আমি কখনও কারও বিরুদ্ধে কথা বলিনি। এখনও বলতে চাই না।’

 

বিসিসিআই সভাপতি থাকার সময় অনুরাগের সঙ্গে কাজ করেছেন মনোহর। কিন্তু সেই অনুরাগই এখন তাঁর বিরুদ্ধে নিজের স্বার্থে আইসিসি-তে বিসিসিআই-কে কোণঠাসা করার অভিযোগ এনেছেন। এই অভিযোগ অস্বীকার করেছেন মনোহর। তবে তিনি অনুরাগের বিরুদ্ধে পাল্টা মন্তব্যে নারাজ।