কিংস্টন: ভারতের পরবর্তী প্রধান কোচ নিয়ে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনা করার জন্য ওয়েস্ট ইন্ডিজে গেলেন বিসিসিআই সিইও রাহুল জোহরি। তিনি কিংস্টনে পৌঁছে গিয়েছেন বলে খবর। বিরাট ছাড়াও ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে কোচের বিষয়ে রাহুলের আলোচনা হবে বলে জানা গিয়েছে।
বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘প্রশাসক কমিটির অনুমতি নিয়েই জামাইকা গিয়েছেন রাহুল। অধিনায়ক ও দলের অন্যান্য সদস্যদের কাছ থেকে কোচের বিষয়ে মতামত জানার দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলকে। দলের মতামত জানিয়ে দেওয়া হবে ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্যদের। সেই অনুযায়ী তাঁরা কোচের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
কয়েকদিন আগেই বিরাট বলেছিলেন, বিসিসিআই না চাইলে তিনি পরবর্তী কোচের বিষয়ে কোনও মতামত পেশ করবেন না। কিন্তু স্বয়ং বিসিসিআই সিইও তাঁর মতামত নেওয়ার জন্য সুদূর ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাওয়ায় স্পষ্ট হয়ে গিয়েছে, অধিনায়কের মতামত না নিয়ে কোচ নিয়োগ করা হবে না। ফলে রবি শাস্ত্রীরই কোচ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।
প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ প্রধান কোচ হওয়ার জন্য আবেদন জানাননি বলে বিসিসিআই সূত্রে খবর। কোচ বাছাই ছাড়াও স্থায়ী ম্যানেজার বাছাই করা নিয়েও চিন্তায় বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই একজন প্রাক্তন প্রথম শ্রেণির বা আন্তর্জাতিক ক্রিকেটারকে স্থায়ী ম্যানেজার হিসেবে নিয়োগ করতে চাইছে প্রশাসনিক কমিটি। কিন্তু প্রাক্তন ক্রিকেটাররা খেলার বাইরে দলের সব খুঁটিনাটি বিষয়ে কতটা নজর রাখতে পারবেন, সে বিষয়ে বিসিসিআই-এর অনেক কর্তাই সন্দিহান।
কোচ নিয়ে বিরাটের সঙ্গে আলোচনা করতে ওয়েস্ট ইন্ডিজে বিসিসিআই সিইও
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jul 2017 05:02 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -