নতুন আবিষ্কৃত মাকড়শার নামকরণ সচিনের নামে
Web Desk, ABP Ananda | 12 Nov 2019 03:43 PM (IST)
এই গবেষকের নাম ধ্রুব প্রজাপতি। তিনি মাকড়শার শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণা করছেন।
নয়াদিল্লি: নতুন আবিষ্কৃত একটি মাকড়শার নামকরণ সচিন তেন্ডুলকরের নামে করলেন কেরলের এক গবেষক। তিনি মাকড়শাটির নাম দিয়েছেন, ‘ম্যারেঞ্জো সচিনতেন্ডুলকর।’ অপর একটি নতুন প্রজাতির মাকড়শার নামকরণ করা হয়েছে কেরলে শিক্ষার প্রচারে বিশেষ অবদান রাখা সন্ত কুরিয়াকোসের নামে। এই গবেষকের নাম ধ্রুব প্রজাপতি। তিনি মাকড়শার শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণা করছেন। ধ্রুব জানিয়েছেন, ‘সচিন আমার প্রিয় ক্রিকেটার। সেই কারণে নতুন আবিষ্কার হওয়া একটি মাকড়শার নাম ম্যারেঞ্জো সচিনতেন্ডুলকর রেখেছি।’