নয়াদিল্লি: চলতি ভারত সফরে প্রথম জয় পেল নিউজিল্যান্ড। টেস্টে নিউজিল্যান্ডকে দুরমুশ করার পর একদিনের সিরিজে প্রথম ম্যাচে ধর্মশালায় জিতেছিল ভারত। সেই হারের পর একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে দিল্লিতে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড৷ ফিরোজ শাহ কোটলায় টানটান থ্রিলারে ৬ রানে ভারতকে হারাল কিউয়িরা৷ ব্যাট হাতে কেদার যাদব, হার্দিক পাণ্ড্যদের লড়াই সত্ত্বেও শেষ পর্যন্ত হার মানতে হল ভারতকে৷ ১৩ বছর পর ভারতের মাটিতে একদিনের ম্যাচে ভারতকে হারাল নিউজিল্যান্ড।

টসে জিতে এদিন ফিল্ডিং নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি৷ কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে শতরান৷ তিনি ১১৮ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪২ তোলে ব্ল্যাক ক্যাপস্৷ তিনটি করে উইকেট নেন বুমরাহ ও অমিত মিশ্র৷   রান তাড়া করতে নেমে ধস নামে টিম ইন্ডিয়ার টপ থেকে মিডল অর্ডারে৷ রোহিত শর্মা (১৫), অজিঙ্ক রাহানে (২৮), বিরাট কোহলিরা (৯) দলকে ভরসা দিতে পারেননি। ধোনি (৩৯) লড়াই করার চেষ্টা করছিলেন। কিন্তু তিনিও এদিন ফিনিশ করতে পারেননি। কেদার যাদবের বিস্ফোরক ৪১-এর হাত ধরে ঘুরে দাঁড়ায় মেন ইন ব্লু৷ এরপর একাই ম্যাচের মোড় প্রায় ঘুরিয়ে দিচ্ছিলেন হার্দিক পাণ্ড্য৷ কিন্তু, ৩৬ রানে তিনি ফেরার পরই ম্যাচের রাশ ভারতের হাত থেকে বেরিয়ে যায়৷

পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ১-১। রবিবার চণ্ডীগড়ে তৃতীয় ম্যাচ।