আবু ধাবি: ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে চাইছেন পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খান। তাঁর মতে, সম্পর্কের জটিলতা দূরে সরিয়ে রেখে দু দলের টেস্ট সিরিজ শুরু করা উচিত। ইউনিস বলেছেন, ‘আমি আবার দেশের মাটিতে টেস্ট খেলতে চাই। ভারতের বিরুদ্ধে এবং অন্য সব বড় দলের বিরুদ্ধেই খেলতে চাই। ভারত ও পাকিস্তান ক্রিকেটের দুটি বড় দল। একটি দল এক নম্বরে আছে এবং অপরটি দু নম্বরে। তাই দু দেশের মধ্যে যে পরিস্থিতিই তৈরি হোক না কেন সেটা ভুলে গিয়ে ক্রিকেট খেলা শুরু করা উচিত। মানুষ এই দু দলের খেলা দেখতে চান।’
২০০৭ সালের পর আর ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ হয়নি। ২০১২ সালের শেষদিকে ভারত সফরে এসেছিল পাকিস্তান। সেবার তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টি-২০ ম্যাচ হয়েছিল। পাকিস্তান ২-১ ফলে একদিনের সিরিজ জিতেছিল এবং টি-২০ সিরিজ ১-১ ড্র হয়েছিল। এরপর আর ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। উরি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিরিজের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। যদিও ইউনিস নিয়মিত ভারত-পাক সিরিজের পক্ষে সওয়াল করেছেন।
টেস্টে ১০ হাজার রান থেকে মাত্র ৫৪৪ রান দূরে ইউনিস। তাঁক সামনে এলিট ক্লাবের সদস্য হওয়ার হাতছানি। এই নজির পাকিস্তানের কোনও ক্রিকেটারের নেই। সেই কারণেই ১০ হাজার রান করতে চাইছেন এই ডান হাতি ব্যাটসম্যান।
ভারত-পাক টেস্ট সিরিজ চান ইউনিস খান
Web Desk, ABP Ananda
Updated at:
20 Oct 2016 08:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -