সিডনি:করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ২৪ ঘন্টার জন্য আইসোলেশনে রাখা হয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের পেস বোলার লকি ফার্গুসনকে। স্বস্তির খবর, পরীক্ষায় তাঁর শরীরে কোনও সংক্রমণ ধরা পড়েনি।
অস্ট্রেলিয়ায় চ্যাপেল-হ্যাডলি সিরিজের প্রথম ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার পর ফার্গুসনের গলা ব্যথা ধরা পড়ে। এরপর তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ার পর ২৮ বছরের এই ক্রিকেটার আগামীকাল রবিবার সিডনি থেকে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
করোনাভাইরাস আতঙ্কজনিত পরিস্থিতির কারণে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সিরিজের প্রথম ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয়েছিল। ওই ম্যাচে আয়োজক দল ৭১ রানে জয়ী হয়েছিল। সিরিজের বাকি দুটি ম্যাচ ১৫ ও ২০ মার্চ হওয়ার কথা ছিল। নিউজিল্যান্ড সরকার ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করার পর ওই দুটি ম্যাচ বাতিল হয়ে যায়।
এর আগে গত বৃহস্পতিবার গলায় ব্যথা অনুভব হওয়ার অজি ফাস্ট বোলার কেন রিচার্ডসনেরও করোনা পরীক্ষা করা হয়। এ জন্য শুক্রবারের ম্যাচে তাঁকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছিল। কিন্তু পরীক্ষায় তাঁরও সংক্রমণ ধরা পড়েনি।
অতিমারির কারণে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর বন্ধ হয়ে গিয়েছে। নিউজিল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার আগামী ২৪, ২৭ ও ২৯ মার্চ তিনটি টি ২০ ম্যাচ খেলার কথা ছিল।