কলকাতা: চলতি টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর জন্য শেষপর্যন্ত ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হল নিউজিল্যান্ড। আজ কিউয়ি ব্যাটিং কোচ ক্রেগ ম্যাকমিলান ও এক সাপোর্ট স্টাফ সৌরভের সঙ্গে বেশ কিছুক্ষণ ইডেনের ২২ গজে ব্যাটিংয়ের কৌশল নিয়ে আলোচনা করেন। সৌরভ স্টান্স নিয়ে তাঁদের দেখিয়ে দেন। এই পরিবেশ বল কতটা ঘুরবে সে বিষয়েও পরার্মশ দেন সিএবি সভাপতি। তিনি ব্যাটের মাঝখান দিয়ে স্ট্রোক খেলার উপর জোর দেন।


ভারতীয় স্পিনারদের আক্রমণ সামাল দেওয়ার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে এসেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কিন্তু কানপুরে প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার বলের সামনে রীতিমতো অসহায় দেখিয়েছে কেন উইলিয়ামসন, রস টেলরদের। ভারতের দুই স্পিনার মিলে ১৬ উইকেট নিয়েছেন। সেই কারণেই ইডেন টেস্টের আগে স্পিন আক্রমণ সামলানোর উপায় খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে কিউয়ি শিবির।

সৌরভ বলেছেন, ‘ইডেনের উইকেটে বারমুডা ঘাস লাগানো হয়েছে। এর ফলে উইকেট শক্ত হবে। উইকেটে দ্রুত বল আসবে এবং পিচে আর্দ্রতা থাকবে না। তৃতীয় দিন থেকে বল ঘোরার সম্ভাবনা রয়েছে।’

ইডেনের পিচ কেমন আচরণ করবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আজ সকালে ঘাস ছাঁটা হয়েছে। বল যাতে ঘোরে সেই চেষ্টা শুরু হয়েছে।