ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিং নিউজিল্যান্ডের, দারুণ ঘুমিয়ে মাঠে নেমেছি, বললেন আত্মবিশ্বাসী বিরাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jan 2020 12:26 PM (IST)
ভারত ও নিউজিল্যান্ড – দুই দলই তাদের আগের ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছে।
অকল্যান্ড: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারত ও নিউজিল্যান্ড – দুই দলই তাদের আগের ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছে। বিরাট কোহলি পরে ব্যাট করতে হওয়ায় খুশি। টসের পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে ভারত অধিনায়ক বলেন, ‘আগের ম্যাচে দারুণভাবে রান তাড়া করেছিলাম আর আমরা আজকেও শুরুতে ফিল্ডিং করতে চাইছিলাম। আগের ম্যাচে আমি আর কেএল রাহুল ব্যাট করে যেতে পারলে দু ওভার আগেই জিতে যেতাম।’ বিরাট যোগ করেছেন, ‘নিউজিল্যান্ডে এসে চারদিন কেটে গেল। এবার আমাদের ঘুম ভাল হচ্ছে। গতরাতে সবচেয়ে ভাল ঘুম হয়েছে। কোনও জেট ল্যাগ নেই। আমাদের পারফরম্যান্স নিয়ে নিজেরা খুব খুশি।’