সাও পাওলো: বার্সেলোনাতেই থাকছেন ব্রাজিলের তারকা নেইমার। চলতি সপ্তাহেই স্পেনের চ্যাম্পিয়ন ক্লাবের সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তিতে সই করতে চলেছেন তিনি। ট্যুইটারে নেইমার নিজেই বার্সায় থাকার কথা জানিয়ে দিয়েছেন।

 

বর্তমান বিশ্বের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার নেইমার। বার্সেলোনায় তাঁর সঙ্গে লিওনেল মেসি ও লুই সুয়ারেজের বোঝাপড়া সারা বিশ্বে আলোচ্য বিষয়। এই ত্রিফলা জুটি অসাধারণ সাফল্য পেয়েছে। ২০১৮ মরশুম পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি ছিল নেইমারের। তবে সম্প্রতি শোনা যাচ্ছিল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সহ কয়েকটি দল তাঁকে চাইছে। বার্সা সভাপতি জোশেপ মারিয়া বার্তোমিউ অবশ্য নেইমারের দল ছাড়ার সম্ভাবনা খারিজ করে দেন। শেষপর্যন্ত তাঁর কথাই ঠিক প্রমাণিত হল।

 

নেইমারের এজেন্ট সংস্থা জানিয়েছে, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বার্সার সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিনের মধ্যেই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে। নেইমারের দল ছাড়া নিয়ে যে জল্পনা চলছিল, তা এবার বন্ধ হবে।

 

কোপা আমেরিকায় খেলেননি নেইমার। ব্রাজিল হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ লিগ থেকেই বিদায় নেয়। তবে অলিম্পিকে খেলবেন নেইমার। ব্রাজিলের অলিম্পিক ফুটবল দলের কোচ রোজারিও মাইকেলের আশা, নেইমারের উপস্থিতি দলকে বদলে দেবে। তরুণ ফুটবলাররাই সাফল্য এনে দেবেন।