নয়াদিল্লি: মাঝ আকাশে বিমান বিভ্রাট, নেইমারের জোর রক্ষা। খারাপ আবহাওয়ার জন্য মাঝ আকাশে বিমান বিভ্রাট। জরুরি অবতরণ করল নেইমারের ব্যক্তিগত বিমান। মায়ামি থেকে বার্বাডোজ হয়ে ব্রাজিল ফেরার সময় বিপত্তি। বার্বাডোজ থেকে ফেরার সময় উত্তর-পশ্চিম ব্রাজিলে জরুরি অবতরণ।
মায়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন। মাঝ আকাশে হঠাৎ খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে। প্রচন্ড ঝাঁকুনি শুরু হয় বিমানে। তখনই বাধ্য হয়ে উত্তর-পশ্চিম ব্রাজিলে একটি ছোট বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। নেইমার এবং তাঁর সঙ্গীদের কোনও আঘাত লাগেনি, তাঁরা সুস্থ রয়েছেন বলে সূত্রের খবর। 


এদিন সকালে ব্রাজিলিয় তারকা নেইমার এবং তাঁর বোন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছিলেন। সেখানেই রানওয়েরও একটি ছবি ছিল। ফলে মনে করা হয়েছে ওই বিমানেই ফিরছিলেন নেইমার। সম্প্রতি বোনকে সঙ্গে নিয়ে মায়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন ফুটবল তারকা। একটি বিমান কেনা নিয়ে সম্প্রতি খবরে আসেন নেইমার। ১০.৮ মিলিয়ন পাউন্ড খরচ করে এমব্রারের লেগাসি ৪৫০ এয়ারক্রাফট (Embraer Legacy 450 aircraft) কেনেন তিনি। সেই বিমানটিই এই সমস্যায় পড়েছিল কিনা তা অবশ্য স্পষ্ট নয়। 


সম্প্রতি পিএসজি-র সঙ্গে লম্বা সেশনের পর ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার জুনিয়র। মায়ামিতে ছুটি কাটাতে গিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন তাঁর বোনও।





আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পরই কি অবসর নিচ্ছেন নেমার? জল্পনা উসকে দিলেন রড্রিগো