Internet Websites Down: ব্যস্ত অফিস টাইমে বাধা হয়ে দাঁড়াল টেক বিভ্রাট। ক্লাউডফ্লেয়ারে বিভ্রাটের(Cloudflare outage) জেরে সমস্যা সৃষ্টি হল বিশ্বের বহু ওয়েবসাইটে। শেষে ট্যুইট করে সমস্যার কথা নিজেই স্বীকার করে নিয়েছে এই কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ততক্ষণে অবশ্য নাজেহাল অবস্থা হয়েছে গ্রাহকদের।


Cloudflare outage: ওয়েবসাইটে ক্লিক করলেই দেখাচ্ছিল এই বার্তা
সকাল থেকেই শুরু হয়েছিল এই বিভ্রাট। 'বসে গিয়েছিল' বহু ওয়েবসাইট। ক্যানভা, স্ট্রিমইয়ার্ডের মতো বহু ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না ব্যবহারকারীরা। সেখানে সাইটে ঢুকতে গেলেই “500 Internal Server Error” দেখানো হচ্ছিল গ্রাহকদের। বার বার চেষ্টা করেও গতি হয়নি ব্যস্ত অফিস টাইমে। শেষে ক্লাউডফ্লেয়ারের ট্যুইট দেখে আসল বিষয়টি জানতে পারেন ব্যবহারকারীরা।


Internet Websites Down: কোন সাইটগুলি প্রভাবিত হয়েছিল ?


আউটেজ রিপোর্টিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে এই সমস্যার মুখে পড়েছে ডিসকর্ড, জিরোধা, শপিফাই, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, টুইটার, ক্যানভা এমনকী জনপ্রিয় ব্যাটল রয়্যাল শুটিং টাইটেল ভ্যালোরেন্ট। এই বিভ্রাটের সম্মুখীন হয়েছিল ওপেন ওয়ার্ল্ড গেম জেনশিন ইমপ্যাক্ট সহ একাধিক ওয়েবসাইট। পরে অবশ্য দুপুরের আগেই এই টেক সমস্যা ঠিক করে দেয় কোম্পানি।


Cloudflare outage: কী বলেছিল কোম্পানি ?
ট্যুইটারে এই নিয়ে একের পর বার্তা সামনে আসতেই মুখ খোলে কোম্পানি। ক্লাউডফ্লেয়ার জানিয়ে দেয়, বিষয়টি তাদের নজরে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত চেষ্টা চালাচ্ছে কোম্পানি। আসলে সিডিএন ভিত্তিক এই কোম্পানির ওপর নির্ভর করে বিশ্বের তাবড় কোম্পানিগুলি।


Content Delivery Network: কী এই সিডিএন ?
সিডিএন আসলে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যাকে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও বলা হয়। এটি ভৌগোলিকভাবে সার্ভার বিতরণের একটি ইন্টারকানেকটেড গ্রুপ। এর মাধ্যমে ব্যবহারকারী দ্রুত কাছের ক্যাসে ইন্টারনেট কনটেন্ট ডেলিভারি করতে সমর্থ হয়।


আরও পড়ুন : Bank Fraud: অনলাইনে ব্যাঙ্ক জালিয়াতির শিকার হয়েছেন ? প্রথমে কী করতে হবে জানেন ?