এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত খেলে প্রথমবার দলকে ফাইনালে তোলেন নেইমাররা। ফাইনালে অবশ্য জার্মানির বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয় তাঁদের। সোমবার প্যারিসের ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, দুই ফুটবলার করোনা আক্রান্ত। তাঁদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরপর আজ ট্যুইট করে জানানো হল, তিন ফুটবলারের করোনা ধরা পড়েছে। এবার সব ফুটবলার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।