ব্রাসিলিয়া: কোপা আমেরিকার ফাইনালে কি বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের সাধ মিটতে চলেছে? ট্রফি যুদ্ধে কি ব্রাজ়িল-আর্জেন্তিনা মহারণ? ছবিটা পরিষ্কার হয়ে যাবে কাল, বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ। কারণ, কাল সকালে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা ও কলম্বিয়া।
মঙ্গলবার ভোরের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজ়িল। এবং ব্রাজ়িলের সেরা তারকা নেমার জানিয়ে দিয়েছেন, ফাইনালে তাঁরা লিওনেল মেসির আর্জেন্তিনার বিরুদ্ধেই খেলতে চান।
কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে চূর্ণ করে শেষ চারে উঠেছেন মেসিরা। অন্যদিকে কলম্বিয়া শেষ আটের ম্যাচে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে।
চলতি কোপা আমেরিকায় দুরন্ত ফর্মে রয়েছেন আর্জেন্তিনার অধিনায়ক মেসি। ৫ ম্যাচে ৪ গোল করেছেন তিনি। আর এক গোল করলে জাতীয় দলের হয়ে পেলের ৭৭ গোল করার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। সেমিফাইনালে তাঁদের সামনে কলম্বিয়া। এখনও পর্যন্ত কলম্বিয়ার বিরুদ্ধে ৪০টি ম্যাচ খেলেছে আর্জেন্তিনা। তার মধ্যে ২৩টি ম্যাচ জিতেছে লা আলবিসেলেস্তেরা। কলম্বিয়া জিতেছে ৯টি ম্যাচে। ৮টি ম্যাচ ড্র হয়েছে। তবে আর্জেন্তিনা শিবিরকে চিন্তায় রাখবে কলম্বিয়ার বিরুদ্ধে তাদের সাম্প্রতিক রেকর্ড। গত তিনটি ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারেনি আর্জেন্তিনা। ২টি ড্র, একটি ম্যাচে পরাস্ত হতে হয়েছিল আর্জেন্তিনাকে। কোপা আমেররিকা শুরুর ঠিক আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে কলম্বিয়ার বিরুদ্ধে ২-২ ড্র করেছিলেন মেসিরা। তাই সেমিফাইনালে কঠিন লড়াই। জিতলে অবশ্য ফুটবলপ্রেমীদের সামনে স্বপ্নের ম্যাচ দেখার সুযোগ।
লা আলবিসেলেস্তেদের শেষ চারের লড়াইয়েও সাফল্য-ব্যর্থতা নির্ভর করে রয়েছে মেসির ওপরই। ম্যাচের আগে আর্জেন্তিনার রদ্রিগো দে পল বলেছেন, 'লিও আমাদের সকলের চেয়ে এক কদম এগিয়ে রয়েছে। আমাদের দলের সকলে একে অপরকে সমৃদ্ধ হতে সাহায্য করি। দেশের জার্সিতে সকলেই নিজেদের নিংড়ে দিতে চাই। তা হলেই ভাল কিছুি ঘটার সম্ভাবনা থাকে। একটা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। ফাইনালে উঠে আর্জেন্তিনার সমস্ত মানুষের মুখে হাসি ফোটাতে চাই।'
তবে প্রথম একাদশ ঘোষণা ম্যাচের আগেই করতে চান আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, 'দলের অনেকে ক্লান্ত। ছোটখাট চোট আঘাত রয়েছে। তাই ম্যাচের আগে পর্যন্ত অপেক্ষা করতে চাই। তবে একটা কথা বলতে পারি, ফাইনালে পৌঁছতে সকলে মরিয়া। আমাদের জার্সি আর দেশের পতাকা ওপরে তুলে ধরতে সকলে নিজেদের সেরাটা দেবে।'
কখন, কোথায় দেখবেন ম্যাচ: আর্জেন্তিনা বনাম কলম্বিয়া খেলা শুরু সকাল ৬.৩০। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।