আইপিএল-এর রাতের ম্যাচগুলি শুরু হবে ৮টা থেকে, জানালেন বিনোদ রাই
Web Desk, ABP Ananda | 07 Mar 2019 07:14 PM (IST)
নয়াদিল্লি: এবারের আইপিএল-এ দিন-রাতের ম্যাচগুলি শুরু হবে বিকেল চারটে থেকে এবং রাতের ম্যাচগুলি শুরু হবে রাত আটটা থেকে। সন্ধে সাতটা থেকে খেলা শুরু হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে আজ এমনই জানালেন বিসিসিআই-এর প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই। গত বছরের মতো এবারও সন্ধে সাতটা থেকে আইপিএল ম্যাচ শুরু হবে বলে জল্পনা চলছিল। যদিও অধিকাংশ দলই রাত আটটা থেকে ম্যাচ শুরু হওয়ার পক্ষে ছিল। গত বছর প্লে-অফ ও ফাইনাল ছাড়া রাতের সব ম্যাচই শুরু হয়েছিল আটটা থেকে। এবারও আটটা থেকেই খেলা শুরু হবে বলে জানিয়ে দিলেন বিনোদ। বিসিসিআই-এর এই সিদ্ধান্তের কথা জানার পর একটি দলের এক কর্তা বলেছেন, ‘ম্যাচের সময় অপরিবর্তিত রাখার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। গত বছরের মতো এবারও আমরা চাইছিলাম রাত আটটা থেকে খেলা শুরু হোক। এবার এখনও পর্যন্ত বিসিসিআই-এর পক্ষ থেকে আমাদের ম্যাচের সময় নিয়ে কিছু বলা হয়নি। তবে আমরা এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম।’ এবারের আইপিএল শুরু হচ্ছে এ মাসের ২৩ তারিখ থেকে। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।