এই সিরিজে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিকের বদলে পন্থকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। বিশ্বকাপের আগে এটাই ভারতীয় দলের শেষ একদিনের সিরিজ। কিন্তু এই সিরিজের প্রথম দু’টি ম্যাচে খেলার সুযোগ পাননি পন্থ। সিরিজে ২-০ এগিয়ে ভারতীয় দল। মহেন্দ্র সিংহ ধোনির শহরেই সিরিজ জিতে নিতে চান বিরাট কোহলিরা। এই ম্যাচে সুযোগ পেয়ে যদি পন্থ ভাল পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে তাঁর বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনা বাড়বে।