এই সিরিজে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিকের বদলে পন্থকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। বিশ্বকাপের আগে এটাই ভারতীয় দলের শেষ একদিনের সিরিজ। কিন্তু এই সিরিজের প্রথম দু’টি ম্যাচে খেলার সুযোগ পাননি পন্থ। সিরিজে ২-০ এগিয়ে ভারতীয় দল। মহেন্দ্র সিংহ ধোনির শহরেই সিরিজ জিতে নিতে চান বিরাট কোহলিরা। এই ম্যাচে সুযোগ পেয়ে যদি পন্থ ভাল পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে তাঁর বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনা বাড়বে। দেখুন, নেটে ব্যাট হাতে আগুনে মেজাজে ঋষভ পন্থ, কাল দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা
Web Desk, ABP Ananda | 07 Mar 2019 04:38 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
রাঁচি: আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় দলে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তার আগে নেটে ব্যাটিং অনুশীলনের সময় আগুনে মেজাজে দেখা গেল তাঁকে। তিনি বেশ কয়েকটি ভাল শট খেললেন। অনুশীলন দেখে মনে হল, বেশ ভাল ফর্মেই আছেন তিনি।