রিও ডি জেনেইরো: প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্য নির্বাচিত হলেন নীতা আম্বানি। এ বছরের জুনে তাঁকে মনোনীত করে আইওসি-র এগজিকিউটিভ বোর্ড। বৃহস্পতিবার আইওসি-র ১২৯ তম সম্মেলনে সরকারিভাবে সদস্য নির্বাচিত হলেন আইপিএল ও আইএসএল-এর পৃষ্টপোষক নীতা।

 

আইওসি-র সদস্য নির্বাচিত হওয়ার পর নীতা বলেছেন, তিনি এই সম্মান পেয়ে অভিভূত। বিশ্বে ভারতের গুরুত্ব বৃদ্ধি হওয়ার স্বীকৃতি এই সম্মান। এর ফলে ভারতীয় মহিলাদেরও স্বীকৃতি দেওয়া হল। খেলার মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী, সংস্কৃতি এবং প্রজন্মের মানুষ ঐক্যবদ্ধ হন। যুব সম্প্রদায়কে শক্তিশালী হতেও সাহায্য করে খেলা। সারা দেশে খেলা এবং অলিম্পিকের আদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি।

 

৫২ বছর বয়সি নীতা ৭০ বছর বয়স পর্যন্ত আইওসি-র সক্রিয় সদস্য থাকতে পারবেন। তিনিই এই মুহূর্তে আইওসি-তে ভারতের একমাত্র সক্রিয় সদস্য।