নয়াদিল্লি: বেঙ্গালুরু টেস্টে ডিআরএস নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার জন্য ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও স্টিভ স্মিথের কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়ে দিল আইসিসি। আজ আইসিসি এক বিবৃতিতে বলেছে, এই দুই অধিনায়কের বিরুদ্ধেই আদর্শ আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ নেই। সেই কারণেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ডিআরএস চাওয়ার আগে স্মিথ ড্রেসিংরুমের দিকে তাকানোয় তাঁকে প্রতারক বলেন বিরাট। সুনীল গাওস্কর, সৌরভ গঙ্গোপাধ্যায়রা অসি অধিনায়কের তীব্র সমালোচনা করে তাঁর শাস্তির দাবি জানান। ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথের পাশে দাঁড়ানোর পর বিসিসিআই-ও আসরে নামে। এ বিষয়ে আইসিসি-র হস্তক্ষেপ দাবি করে বিসিসিআই। কিন্তু স্মিথের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ নেই বলে জানিয়ে দিল আইসিসি।
ডিআরএস বিতর্কে বিরাট, স্মিথের বিরুদ্ধে ব্যবস্থা নয়, জানাল আইসিসি
Web Desk, ABP Ananda
Updated at:
08 Mar 2017 09:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -