নয়াদিল্লি: বধূ নির্যাতনের মামলায় আলিপুর আদালত মহম্মদ শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও, চার্জশিট খতিয়ে না দেখা পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়ে দিল বিসিসিআই। এখন ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে শামি। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এবার তিনি দেশে ফিরবেন। এই পেসার গ্রেফতারি এড়াতে পারবেন কি না, সেটা সময়ই বলবে, তবে বিসিসিআই আইনি জটিলতায় জড়াতে নারাজ।
এ বিষয়ে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তবে আমরা এখনই এই বিষয়টির সঙ্গে যুক্ত হতে চাইছি না। চার্জশিট খতিয়ে দেখতে হবে। তারপর আমরা দেখব বিসিসিআই-এর সংবিধান অনুসারে কোনও ব্যবস্থা নেওয়া উচিত কি না। এত তাড়াতাড়ি কিছু বলা উচিত হবে না।’
গত বছর শামির স্ত্রী হাসিন জাহান একাধিক অভিযোগ করার পর চুক্তি স্থগিত রেখেছিল বিসিসিআই। এবারও কি তেমন কিছু হবে? এ বিষয়ে বিসিসিআই-এর ওই কর্তা বলেছেন, ‘শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। সেই কারণে প্রশাসক কমিটি মনে করেছিল, দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার পরেই শামির সঙ্গে চুক্তি করা হবে। দুর্নীতি দমন শাখার প্রধান শামিকে নির্দোষ বলার পর তাঁর সঙ্গে চুক্তি করা হয়। এবার বধূ নির্যাতনের মামলায় এই ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ফলে তাঁর সঙ্গে বিসিসিআই-এর চুক্তি বাতিল হওয়ার কথা নয়। আমি নিশ্চিত, শামি ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
চার্জশিট না দেখা পর্যন্ত শামির বিরুদ্ধে ব্যবস্থা নয়, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর জানাল বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
03 Sep 2019 09:34 AM (IST)
এখন ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে শামি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -