নয়াদিল্লি : ১৯৮৩-তে কপিল দেবের নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই কপিলই প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ হলেন। বললেন, ভারতীয় ক্রিকেটের প্রতি বড় অবদান রয়েছে ধোনির।
ধোনির অধিনায়কত্বে ভারত ২০০৭-এ টি ২০ বিশ্বকাপ এবং ২০১১ তে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জয়ী হয় ভারত। সেই ধোনি এখন তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। গত বছর পারফরম্যান্সের গ্রাফ কিছুটা নিম্নমুখী হয়। এর জেরে কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ধোনির সমালোচনা করেছিলেন। যদিও কপিল দেব সেই সমালোচকদের সঙ্গে সহমত পোষণ করেননি।
কপিল বলেছেন, ধোনিকে নিয়ে আমার কিছু বলার নেই। আমি মনে করি ও খুব ভালোভাবে দেশের সেবা করেছে।ওকে সম্মান জানানো উচিত।
ইংল্যান্ডে আগামী বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলবেন ধোনি। এটাই যে ধোনির শেষ বিশ্বকাপ, তা নিয়ে কোনও সংশয় নেই।
কপিল বলেছেন, কেউ জানে না, ও কতদিন খেলতে চায় আর ওর শরীর কতদিন পর্যন্ত দায়িত্বভার সামলাতে পারবে। কিন্তু ধোনির মতো কোনও ক্রিকেটার নেই যে, দেশের এতটা সেবা করেছে। ওকে সম্মান করা উচিত এবং শুভকামনা জানানো দরকার। আমি আশা করছি, ও এবারও বিশ্বকাপ জিতবে।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট ও পাঁচ হাজার রানের মালিক।
কপিল বলেছেন, ভারতীয় দল খুবই ভালো হয়েছে। তবে বিশ্বকাপ একেবারেই সহজ হবে না। দলগত পারফরম্যান্স তুলে ধরতে হবে। কোনও খেলোয়াড়ের চোট-আঘাত লাগবে না বলে আশা করছি। ভাগ্য সঙ্গে থাকলে অবশ্যই বিশ্বকাপ জিতবে।
নির্বাচকরা আগামী টুর্নামেন্টের স্কোয়াডে ঋষভ পন্তকে না নিয়ে ৩৩ বছরের দীনেশ কার্তিককে নিয়েছেন। এ ব্যাপারে কপিল বলেছেন, নির্বাচকরা তাঁদের কাজ করেছেন। এখন সেই দলকে মেনে নিতে হবে। পন্তকে না নিয়ে কার্তিককে তাঁরা নিয়েছেন। এটা ঠিক আছে। আমাদের মানতে হবে যে, নির্বাচকরা খুব ভালো কাজ করেছেন।