কলকাতা: ভারতে এসেছেন কিছুদিন হল। দল গোয়ায় দু’টি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে। তবে এতদিন সরকারিভাবে সাংবাদিক বৈঠক করেননি এস সি ইস্টবেঙ্গলের নতুন কোচ হোসে ম্যানুয়েল দিয়াজ। সোমবার সহকারী অ্যাঞ্জেল পুবেলা গার্সিয়াকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। একগুচ্ছ প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দল নিয়ে নিজের ভাবনার কথাও জানালেন লাল-হলুদের নতুন কোচ।


ইংরাজি বলেন না, শুধু স্প্যানিশেই কথা বলেন। সহকারীর সহযোগিতায় একের পর এক প্রশ্নের জবাব দিলেন দিয়াজ। তিনি জানালেন, ‘ভারতীয় ফুটবলারদের উন্নতিতে সাহায্য করাই আমাদের লক্ষ্য। ওরা যাতে আরও ভাল খেলতে পারে, সে বিষয়ে আমরা সাহায্য করব। আমরা সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। সমর্থকরা যাতে খুশি হন, সেই চেষ্টা করব। আমরা আত্মবিশ্বাসী, সবাই ভাল খেলতে পারবে। দলের পারফরম্যান্স ভাল হবে। সমর্থকদের জন্য জয় চাই। দু’টি প্রস্তুতি ম্যাচে ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্স দেখেছি। ওরা ভাল খেলেছে। তবে আমাদের উন্নতি করতে হবে।’


এস সি ইস্টবেঙ্গলের নতুন কোচ আরও বললেন, ‘আমরা প্রতিটি ম্যাচেই দলের জয় চাই। একেকটি ম্যাচ ধরে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। তার বেশি কিছু ভাবছি না। প্রতিটি ম্যাচে ১০০ শতাংশ দেওয়াই আমাদের লক্ষ্য। দলের সবার উপর আমাদের ভরসা আছে। আমরা আত্মবিশ্বাসী, দল ভাল খেলবে। আমাদের আশা, দল নিয়ে সমর্থকরা খুশি হবেন।’


লাল-হলুদের প্রধান কোচ ও সহকারী কোচ আরও জানালেন, ‘আমরা এদেশে আসার আগে ভারতীয় ফুটবলের বিষয়ে খোঁজ নিয়েছি। আইএসএল-এর মান কেমন, কারা খেলেন, সেসব আমরা জানি। এখানে এসে দেখতে পাচ্ছি, ভারতীয় ফুটবলরারা বেশ দক্ষ। ওদের স্কিল আছে, ভাল খেলার চেষ্টা আছে। ওরা যাতে আরও উন্নতি করতে পারে, তার জন্য আমরা চেষ্টা করব।’


ভারতীয় ফুটবলের কথা উঠলে, কলকাতা ডার্বির প্রসঙ্গ চলে আসেই। কলকাতার দুই প্রধানের সমর্থকরাও ডার্বি বাদ দিয়ে কিছু ভাবতে পারেন না। আজ দিয়াজের সাংবাদিক বৈঠকেও অবধারিতভাবেই ডার্বি প্রসঙ্গ উঠল। লাল-হলুদ কোচ জানালেন, ‘ডার্বি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা এই ম্যাচ জিততে চাই। সমর্থকদের জন্য ডার্বি জয় জরুরি। পাশাপাশি তিন পয়েন্ট পাওয়াও জরুরি। তবে শুধু ডার্বি না, বাকি ম্যাচগুলিও গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই ভাল পারফরম্যান্স এবং জয় পাওয়া আমাদের লক্ষ্য থাকবে।’


এবারের আইএসএল-এর প্রস্তুতি হিসেবে প্রথম ম্যাচে ভাস্কো স্পোর্টস ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে এস সি ইস্টবেঙ্গল। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সালগাওকরের বিরুদ্ধে জয় এসেছে ২-০ গোলে। এই দু’টি ম্যাচে দলের পারফরম্যান্সের ভিত্তিতে দলের ফর্মেশন নিয়ে কী ভাবছেন? দিয়াজ জানালেন, ‘প্রতিপক্ষ, দলের অবস্থা, ম্যাচের পরিস্থিতির ভিত্তিতে ফর্মেশন বেছে নিতে হয়। আমরা সেই অনুযায়ী এগিয়ে যাব। এখনই কিছু বলতে পারছি না। ভারতীয় ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ানোই আমাদের লক্ষ্য। ওরা যাতে ভুল না করে, সেটা নিশ্চিত করতে চাই। আমরা একেকটি সপ্তাহ ধরে এগোতে চাই। আমরা ১০০ শতাংশ দিতে চাই। প্রতি ম্যাচে তিন পয়েন্টই লক্ষ্য। দলকে ভাল জায়গায় নিয়ে যেতে চাই।’  


গোয়ায় দু’সপ্তাহ অনুশীলনের পরেই ফের কোয়ারেন্টিনে থাকতে হবে। এতে কি প্রস্তুতি বিঘ্নিত হবে? লাল-হলুদ কোচ বললেন, ‘আমরা আইএসএল-এর কোয়ারেন্টিন সংক্রান্ত নিয়ম জেনেই এখানে এসেছি। এর জন্য আমরা তৈরি। আমরা কোনও অজুহাত দিতে চাই না। আমরা আইএসএলের নিয়ম জানি। সেই অনুযায়ী দলকে তৈরি করছি। দু’টি প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্স দেখে আমরা খুশি। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। মানসিক ও শারীরিকভাবে আরও শক্তিশালী হতে হবে। কোনওরকম ভুল করলে চলবে না।’


এবারের আইএসএল-এ এস সি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২১ নভেম্বর। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ২৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচেই লাল-হলুদের সামনে গতবারের রানার্স এটিকে মোহনবাগান। এখন থেকেই সেই ম্যাচের দিকে তাকিয়ে লাল-হলুদ জনতা। দল কলকাতায় না থাকলেও, চাপ অনুভব করতে পারছেন কোচ-ফুটবলাররা। সমর্থকদের খুশি করাই লক্ষ্য, জানালেন দিয়াজ।