চেন্নাই: সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় নেই। এমনকী, ‘প্রিন্স অফ ক্যালকাটা’ বলে যাঁকে আখ্যা দিয়েছিলেন সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ও জায়গা পেলেন না জিওফ্রে বয়কটের বেছে নেওয়া সর্বকালের সেরা একাদশে। এই দলে ঠাঁই হল না কোনও ভারতীয় ক্রিকেটারেরই। নিজের দলে কোনও ভারতীয়কে না রাখার পাশাপাশি আইসিসি-র বেছে নেওয়া সেরা একাদশকে পক্ষপাতদুষ্ট বলেও দাবি করেছেন বয়কট।

ভারত-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্যকার হিসেবে এখন এদেশেই আছেন বয়কট। নিজের বেছে নেওয়া সেরা দল প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘শুধু আপনাদের খুশি করার জন্য আমার দলে কোনও ভারতীয়কে রাখতে পারব না। আমি নিজেকেই এই দলে রাখতে পারছি না। গাওস্কর অসাধারণ খেলোয়াড় ছিল। ও আমার বন্ধু। কিন্তু ওকে কি আমি ডবলুজি গ্রেস বা জ্যাক হবসের বদলে নিতে পারি? গ্রেসের গড় ৩০ এর কাছাকাছি, যা আজকে অত্যন্ত সাধারণ মনে হবে। কিন্তু এখনকার উইকেটের সঙ্গে সেই সময়ের তুলনা করা যায় না। সেই সময় পিচে পাথর ভর্তি থাকত। পিচ শুকিয়ে যাওয়ার জন্য দুপুর দুটো পর্যন্ত অপেক্ষা করতে হত। এখন কোনও ব্যাটসম্যান ভিজে উইকেট দেখলে পাগল হয়ে যাবে।’

বরাবরই ঠোঁটকাটা বয়কট। তাঁর মন্তব্য নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। কিন্তু বদলাননি তিনি। এবারও তিনি বলেছেন, ‘আমি ভারতে আছি বলেই ভারতীয়দের সম্পর্কে ভাল কথা বলব, আমার দলে পাঁচ জন ভারতীয়কে রাখব, এরকম মানুষ আমি না। কপিল দেব দারুণ বোলার ছিল। ইয়ান বথামও তাই। কিন্তু গ্যারি সোবার্সের আগে ওদের রাখতে পারব না আমি।’

বয়কটের দলের অধিনায়ক ইমরান খান। এছাড়া দলে আছেন সোবার্স, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার জর্জ হেডলি, ভিভ রিচার্ডস, হবস, গ্রেসের মতো তারকারা।