মদন লাল আরও বলেছেন, ‘পেস বোলারদের উৎসাহ দেওয়ার সংস্কৃতি চালু করেছিলেন সুনীল গাওস্কর। বিরাট যেভাবে এটা করছে, সেটা অবিশ্বাস্য। পেসারদের বিষয়ে ও ঠিক পথে চলছে। ভারতীয় দলে চার-পাঁচজন বোলার আছে যারা ভবিষ্যতে আমাদের অনেক ম্যাচ জেতাবে।’
বিরাটের প্রশংসা করে মদন লাল আরও বলেছেন, ‘১৯৮৫ সালের ভারতীয় দলের সঙ্গে বিরাটের দলের তুলনা করা কঠিন। আমার মতে, এই দল সর্বকালের অন্যতম সেরা। সৌরভ (গঙ্গোপাধ্যায়), মহেন্দ্র সিংহ ধোনির পর এখন বিরাট কোহলি। ও খেলার ধারাই বদলে দিয়েছে। ওর নিজের দক্ষতার উপর ভরসা আছে। ও ফিটনেসের নতুন সংস্কৃতি গড়ে তুলেছে। ওর আগ্রাসন আমি পছন্দ করি। অনেকে ওর সমালোচনা করে, কিন্তু আমি সেটায় বিশ্বাসী নই। দলের অধিনায়ক যদি আগ্রাসী হয়, তাহলে তার তারিফ করা উচিত। কখনও কখনও আগ্রাসন মাত্রা ছাড়িয়ে যায়। তবে সেটা ঠিক আছে। খেলায় এরকম হতেই পারে। ও সবসময় জিততে চায়। আমরা এখন অস্ট্রেলিয়া সফরে গেলে, ওরা ভারতীয় দলকে ভয় পায়। আমরা ইংল্যান্ড সফরে গেলে, ওরাও আতঙ্কে থাকে।’
১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভিভ রিচার্ডসের উইকেট নিয়েছিলেন মদন লাল। অসাধারণ ক্যাচ নিয়েছিলেন কপিল। এই উইকেটটা ভারতের জয়ের পথ প্রশস্ত করে দিয়েছিল।