নয়াদিল্লি: লোঢা কমিটির সুপারিশ কার্যকর না করায় সুপ্রিম কোর্টের নির্দেশে এখন বিসিসিআই-এর হাত-পা বাঁধা। আদালতের নির্দেশ ছাড়া অর্থ খরচ করতে পারছে না বোর্ড। ফলে ইংল্যান্ডকে ৪-০ ফলে টেস্ট সিরিজে হারালেও, বিরাট কোহলিরা কোনও ইনসেন্টিভ পাচ্ছেন না। ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি। তার আগে বোর্ডের পক্ষে কিছু করা সম্ভব নয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা।


সিনিয়র বা অনূর্ধ্ব-১৯ দল অতীতে কোনও বড় সাফল্য পেলেই আর্থিক পুরস্কার দিয়েছে বোর্ড। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ জয় পাওয়ার পর দু কোটি টাকা পেয়েছিল ভারতীয় দল। কিন্তু এখন একদিনের বা টেস্ট ম্যাচ আয়োজন করার জন্য প্রয়োজনীয় টাকা খরচের বিষয়ে আদালতের অনুমতি নিতে হচ্ছে বিসিসিআই-কে। ফলে ইনসেন্টিভের প্রশ্নই উঠছে না। আদালতে বোর্ড এখনও এ বিষয়ে আবেদন জানায়নি। বোর্ড কর্তাদের কথায় ইঙ্গিত, পরবর্তী শুনানি পর্যন্ত অপেক্ষা করা হবে।