মতভেদ হতেই পারে, কুম্বলেকে নিয়ে সমস্যাই নেই, ভারত-পাক মহারণের আগে কোহলি
Web Desk, ABP Ananda | 03 Jun 2017 09:14 PM (IST)
বার্মিংহাম: পাকিস্তানের সঙ্গে মহারণ কাল। তার আগে যাবতীয় জল্পনা উড়িয়ে প্রধান কোচ অনিল কুম্বলের সঙ্গে তাঁর কোনও বিরোধ, সমস্যাই নেই বলে জানিয়ে দিলেন বিরাট কোহলি। কুম্বলের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না বলে শোনা যাচ্ছে। কিন্তু ভারতীয় অধিনায়ক বলছেন, সব স্রেফ গুজব। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে কোহলির সাফ কথা, অনেক অনুমান, জল্পনা চলছে। যারা ড্রেসিংরুমেরই কেউ নয়, তারা অনেক কিছুই লিখে চলেছে, যা ভারী অদ্ভূত। কোথাও কোনও সমস্যাই নেই। গত বছরটা কুম্বলের সঙ্গে তাঁর কেমন কেটেছে, এমন প্রশ্নও করা হয় তাঁকে। তখনও কোনও রাখঢাক না করেই কোহলির জবাব, সত্যিই দারুণ ভাল। গোটা যাত্রাটাই খুব ভাল কেটেছে। কিন্তু কুম্বলের সঙ্গে নাকি অনেক বিষয়েই তাঁর মতভেদ চরমে পৌঁছেছে! কোহলি পরিষ্কার জানিয়ে দেন, পরিস্থিতি সম্পর্কে অবহিত থাকলেই এ নিয়ে কারও কিছু বলা উচিত। বলেন, মতের মিল, মতভেদ তো হয়েই থাকে। যে বিষয়টা আমার ঠিকঠাক জানা নেই, তা নিয়ে আমি কোনও মন্তব্যই করব না। আমি অনুমান, জল্পনা করতে রাজি নই। আমার মনে হয়, আজকাল কেউই ভুল মানতে চায় না, ধৈর্য্যের অভাব রয়েছে। মিডিয়া এমন কিছু লিখল এবং তা ভুল প্রমাণ হল, তখন সমস্যা মিটে গিয়েছে লেখার চেয়ে বরং ভুলটা স্বীকার করার মতো সততা থাকা উচিত। গোটা ভারতীয় দল একটি পরিবার, যেখানে মতপার্থক্য হয়েই থাকে বলে মন্তব্য করেন কোহলি। বলেন, ঘরেও তো মতপার্থক্য হয়। সেটাই স্বাভাবিক। প্রত্যেকে সব ব্যাপারে একমত হবে, এমন তো কথা নেই। এটাই মানুষের চরিত্র। যখন পুরো ব্যাপারটা আপনি ঠিক জানেন না, তখন গুজব ছড়াবেন না, জল্পনায় মাতবেন না। শুধু ক্রিকেটই নজর দিন।