বেঙ্গালুরু: পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রান করতে ব্যর্থ হলেও, অজিঙ্ক রাহানেকে দল থেকে বাদ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের কোচ অনিল কুম্বলে। তিনি বলেছেন, ‘রাহানেকে বাদ দেওয়ার প্রশ্নই নেই। ও গত দু বছর ধরে ভাল পারফরম্যান্স দেখিয়েছে, অনেক রান করেছে। দল নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। যে ১৬ জন দলে আছে, তাঁরা সবাই প্রথম একাদশে থাকতে পারে।’


ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিশতরান করার পরেও করুণ নায়ারের বাদ পড়া নিয়ে এর আগে প্রশ্ন উঠেছিল। সেই সময় ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, দু বছর ধরে রাহানে যে পারফরম্যান্স দেখিয়েছেন, রাহানের একটি ইনিংসে সেটি ম্লান হয়ে যেতে পারে না। কুম্বলেও একই কথা বললেন। তিনি নায়ারের বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েও বলেছেন, তাঁরা টেস্টে পাঁচ বোলার খেলানোর নীতি নিয়েছেন। সেই কারণেই নায়ারকে বসে থাকতে হচ্ছে। তবে এই ধরনের পরিবর্ত খেলোয়াড় দলে থাকা সবসময় ভাল।

পুণের পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। ফলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচের উইকেটর দিকে সবার নজর রয়েছে। এই মাঠে খেলেই বেড়ে উঠেছেন কুম্বলে। তাঁর মতে, বরাবরের মতোই টেস্ট ম্যাচের নিষ্পত্তি হওয়ার মতো উইকেট হবে চিন্নাস্বামীতে। ভারতীয় দল জয়ের লক্ষ্যেই খেলতে নামবে।