মুম্বই: ক্রিকেটে ফের করোনার থাবা। চলতি বছরে আয়োজিত হচ্ছে না রঞ্জি ট্রফি। ৮৭ বছরে এই প্রথমবার হবে না ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ স্তরের এই প্রতিযোগিতা। বিসিসিআই কর্তারা রঞ্জি ট্রফি আয়োজনে প্রবলভাবে উদ্যোগী হলেও একাধিক রাজ্যের আপত্তিতে ছেদ পড়ছে রনজি আয়োজনে। সূত্রের খবর, করোনাবিধির কথা মাথায় রেখে দুমাসব্যাপী বায়ো বাবল তৈরি করে ক্রিকেটারদের রেখে দুই পর্যায়ে রনজি আয়োজন করা সম্ভব নয় বলেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বিভিন্ন রাজ্য সংস্থা।
রঞ্জি আয়োজনে ছেদ পড়লেও ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ ওডিআই টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি, অনূর্ধ্ব-১৯ ন্যাশনাল ওয়ান ডে প্রতিযোগিতা বিনু মাঁকড় ট্রফি, মহিলাদের ৫০ ওভারের প্রতিযোগিতা আয়োজিত হবে।
বিভিন্ন রাজ্য সংস্থাকে লেখা চিঠিতে বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, ‘আনন্দের সঙ্গে জানাতে চাই বিজয় হাজারে ট্রফির সঙ্গে সিনিয়র উইমেন্স ওয়ান ডে টুর্নামেন্ট ও বিনু মাঁকড় অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা আয়োজিত হবে ২০২০-২১ ঘরোয়া ক্রিকেটবর্ষে।’
ভারতীয় ক্রিকেটার তৈরির অন্যতম আঁতুড়ঘর রঞ্জি ট্রফি না হওয়ায় শুধু ক্রিকেটীয় ক্ষতিই নয়, ক্রিকেটার ও ক্রিকেটের সঙ্গে জড়িত অনেক লোকের আর্থিক ক্ষতির মুখেও পড়ার আশঙ্কা। যদিও সেই বিষয়টি মাথায় রেখেই বোর্ড ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া যেতে পারে, সেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বলেই জানা যাচ্ছে।
আগামী মাস থেকে শুরু হতে চলা বিজয় হাজারে ট্রফির জন্য তৈরি করা বায়ো-বাবলেই সব ক্রিকেটারদের রাখার পরিকল্পনা ভারতীয় বোর্ড করেছে বলেই জানা যাচ্ছে। বিভিন্ন রাজ্যের প্রতি বার্তায় জয় শাহ কার্যত মেনে নিয়েছেন করোনাকালের বিভিন্ন বাধ্যবাধকতার কথাও।
জয় শাহ লিখেছেন, ‘সকলেই জানেন বর্তমানের কঠিন পরিস্থিতিতে ইতিমধ্যে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। তাই ক্রিকেট ক্যালেন্ডার তৈরি করতে গিয়ে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আমাদের। তাও চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব বেশি ক্রিকেট আয়োজন করা যায়, সঙ্গে প্রাধান্য দেওয়া হয়েছে সুরক্ষা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নিশ্চিত করার দিকে।’
৮৭ বছরে প্রথমবার, হচ্ছে না ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর রঞ্জি ট্রফি!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2021 02:58 PM (IST)
দুমাসব্যাপী বায়ো বাবল তৈরি করে ক্রিকেটারদের রেখে দুই পর্যায়ে রঞ্জি আয়োজন করা সম্ভব নয় বলেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বিভিন্ন রাজ্য সংস্থা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -