ভারতের কাছে হেরে ডিনার খাইনি কেউই: মাশরাফি মর্তুজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2016 03:48 PM (IST)
শ্রীনগর: টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতের কাছে রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে ১ রানে হেরে যাওয়ার পর সেদিন রাতে ডিনার খাননি তিনি, তাঁর দলের কেউ। জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন তিনি। শ্রীনগর-সোনমার্গ রোডের ধারে কুল্লান গ্রামে স্থানীয় ছেলেদের ক্রিকেট খেলতে দেখে গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন মর্তুজা। কেন বাংলাদেশ দল ভারতের বিরুদ্ধে গ্রুপ লিগের সেই ম্যাচে শেষ তিন বলে দু রান করতে পারল না, স্থানীয় এক ক্রিকেটার প্রশ্ন করলে তিনি বলেন, সেদিন হেরে এতটাই মন খারাপ ছিল যে, রাতে কেউ ডিনারে যাইনি। পরাজয় খেলার অঙ্গ ঠিকই। কিন্তু আমরা ম্যাচটা হারতে চাইনি।