করাচি: পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শাহিদ আফ্রিদি এখনই অবসর নিচ্ছেন না। আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। বিদায়ী ম্যাচের জল্পনা উড়িয়ে আফ্রিদি নিজেই এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘আমার কেরিয়ার শেষ হয়ে যায়নি। আমি খেলা উপভোগ করছি। সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যেতে চাই। পাকিস্তান দলে আমাকে নেওয়া হবে কি না সেটা নির্বাচকদের বিষয়।’


২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকেই আফ্রিদির অবসরের জল্পনা শুরু হয়েছে। তিনি এই প্রতিযোগিতায় হতাশাজনক ফলের দায় নিয়ে পদত্যাগ করেন। পিসিবি-র পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়, প্রাক্তন অধিনায়কের বিদায়ী ম্যাচ আয়োজন করা হবে। আফ্রিদি অবশ্য বলেছেন, অন্য কারও কথায় তিনি অবসর নেবেন না। এ বিষয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। বিদায়ী ম্যাচের জন্য পিসিবি-কে অনুরোধ জানাবেন না। ২০ বছর ধরে খেলার পর ম্যাচের জন্য তিনি অন্য কারও উপর নির্ভর করেন না। অনুরাগী ও শুভাকাঙ্খীদের ভালবাসাই যথেষ্ট।

আফ্রিদি অবসর নিতে রাজি না হওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পিসিবি-র অন্যতম শীর্ষকর্তা নজম শেঠি ইঙ্গিত দিয়েছেন, আফ্রিদিকে জাতীয় দলে ফেরাতে তাঁর কোনও আপত্তি নেই। ফলে পাকিস্তানের টি-২০ দলে ফের দেখা যেতেই পারে এই অভিজ্ঞ ক্রিকেটারকে।