মুরলীর একসময়ের প্রতিপক্ষ অনিল কুম্বলে এখন ভারতের প্রধান কোচ। তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রাক্তন এই অফস্পিনার বলেছেন, ‘অনিল ওর কাজটা খুব ভাল জানে। ওর অগাধ জ্ঞান রয়েছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা রয়েছে ভারতীয় দলের।’
টেস্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক মুরলী ভারতীয় স্পিনারদেরও প্রশংসা করেছেন। তাঁর মতে, কিউয়ি স্পিনারদের চেয়ে ভারতীয় স্পিনাররা অনেক এগিয়ে আছেন। ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিরও প্রশংসা করেছেন মুরলী।
সিএবি-র ‘ভিশন ২০২০’ প্রকল্পের সঙ্গে যুক্ত মুরলী। তিনি বাংলার বোলারদের বোলিংয়ের বিভিন্ন কৌশল শেখাচ্ছেন। সেই উপলক্ষেই কলকাতায় এসেছেন। রঞ্জি ট্রফির ম্যাচ নিরপেক্ষ মাঠে হলে ক্রিকেটারদের পক্ষে সেটা ভাল হবে বলেই মনে করছেন মুরলী।