রিও ডি জেনেইরো: কুস্তিগির নরসিংহ যাদবের চার বছরের নির্বাসনের জন্য তাঁর সতীর্থদেরই দায়ী করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। নরসিংহ চক্রান্তের শিকার হয়েছেন বলে অভিযোগ করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আইওএ।
বিশ্ব ডোপ বিরোধী সংস্থার (ওয়াডা) আবেদন মেনে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (ক্যাস) নরসিংহকে নির্বাসিত করার পরে আইওএ সচিব রাজীব মেহতা বলেছেন, ‘ক্যাস-এ-ই শুধু নরসিংহের হার হয়নি, ওর সহযোগীরাও ওকে হারিয়ে দিয়েছে। প্রতিপক্ষরা নরসিংহকে হারাতে পারেনি, যারা চাইছিল না ও অলিম্পিকে যোগ দিক, তারাই ওকে হারিয়ে দিয়েছে।’
ডোপিংয়ের অভিযোগে নরসিংহ চার বছরের জন্য নির্বাসিত হওয়ার পরেও চক্রান্তের তত্ত্বে অনড় আইওএ সচিব। তিনি কারও নাম করতে চাইছেন না। তবে তাঁর দাবি, ‘নিশ্চিতভাবেই নরসিংহর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। ঘটনাক্রম দেখলেই বোঝা যাবে কে চক্রান্ত করেছে। চক্রান্তকারীরা নরসিংহর অলিম্পিকে যোগ দেওয়া আটকে দিতে পেরেছে। এর ফলে দেশের ক্ষতি হয়েছে। তবে আমরা ক্যাস-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারি। নরসিংহর নির্বাসনের মেয়াদ যাতে কমে, সেই চেষ্টা করব।’
গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়ার পরেই অলিম্পিকে কুস্তির ৭৪ কেজি বিভাগে ভারতের প্রতিনিধি হিসেবে নরসিংহর নাম চূড়ান্ত হয়ে যায়। অলিম্পিকে এই বিভাগে দু বারের পদক জয়ী সুশীল কুমার এই সিদ্ধান্তের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন। কিন্তু সেই মামলায় নরসিংহেরই জয় হয়।
মেহতার দাবি, নরসিংহ মামলায় জেতার কয়েকদিন পরেই সোনিপথের সাই কেন্দ্র থেকে ফোন করে ডোপিংয়ের অভিযোগ করা হয়। এরপরেই নাডা তল্লাশি করে এবং নরসিংহকে দোষী বলা হয়। এই ঘটনা কাকতালীয় হতে পারে না।
প্রতিপক্ষ নয়, সহযোগীরাই নরসিংহকে হারিয়ে দিল: আইওএ
Web Desk, ABP Ananda
Updated at:
19 Aug 2016 12:59 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -