মুম্বই: দুদেশের মধ্যে চলতি সংঘাতের ছায়ায় ৪ জুন বার্মিংহামের এজবাস্টনে ক্রিকেট যুদ্ধে নামছে ভারত, পাকিস্তান। সীমান্তে উত্তেজনার আঁচ কি চ্যাম্পিয়্ন্স ট্রফিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়েও পড়বে, এহেন জল্পনার মধ্যেই ইংল্যান্ড রওনা হওয়ার প্রাক্কালে সাংবাদিক সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ওই ম্যাচ ঘিরে তৈরি হওয়া উন্মাদনায় তেমন গুরুত্ব দিতে চাইলেন না। ওই ম্যাচটাও আর পাঁচ-দশটা ক্রিকেট ম্যাচের মতোই, বললেন তিনি।

পাকিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ খেলা কতটা স্বাভাবিক ব্যাপার, জানতে চাওয়া হলে প্রশ্নকর্তা সাংবাদিককে বিরাট বলেন, আপনি বোধহয় একটা নির্দিষ্ট ভাবনা মাথায় নিয়ে এসেছেন। যা-ই ঘটে চলুক, পূর্ণ সম্মান দিয়েই বলছি, একজন ক্রিকেটার হয়ে আপনি যখন ব্যাট করছেন, তখন বিপরীত প্রান্তে দাঁড়ানো পার্টনারের কথাও মাথায় থাকে না। খেলতে হবে, এটাই আসল কথা। ঠিকই, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দু দেশের সমর্থকদের কাছে উত্তেজনার বারুদে ঠাসা লড়াই, কিন্তু আমাদের কাছে এটা শুধুই ক্রিকেট। আমাদের মাথায় এছাড়া অন্য কোনও চিন্তা আসেই না। এই প্রথম তো আমরা ওদের বিরুদ্ধে খেলছি না। ভারতের হয়ে খেলতে নামলে আমাদের বাড়তি মোটিভেশনের প্রয়োজন হয় না।

প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে অভিযানে নামছে ভারত। তারপর ৮ জুন শ্রীলঙ্কা, ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ বিরাট-বাহিনীর।

টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপেও বরাবর পাকিস্তানের ওপর প্রাধান্য কায়েম করেছে ভারত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে পাকিস্তান। ২০১৩-র শেষ টুর্নামেন্টে ভারত প্রথম জয় পায় পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবার ভারতকে হারিয়েছে পাকিস্তান।