বাসেল: ব্যাডমিন্টনে প্রথম কোনও বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত। বাসেলে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে মহিলাদের ফাইনালে ওকুহারাকে ২১-৭, ২১-৭ ফলে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভারতের ২৪ বছরের এই মহিলা শাটলার। এই নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে ১৬বার মুখোমুখি হয়েছিলেন সিন্ধু ও ওকুহারা। এই নিয়ে নবমবার ওকুহারাকে হারালেন সিন্ধু।
সিন্ধুর এই বিশ্বজয়কে কুর্নিশ জানিয়েছে দেশের ক্রীড়ামহল। খেলা শেষের পরই একের পর এক অভিনন্দন-বার্তা টুইটার জুড়ে। সাইনা নেহওয়াল থেকে জ্বালা গুট্টা, সচিন তেন্ডুলকর থেকে সুনীল ছেত্রী-- এমনকী, অন্যান্য ক্রীড়াব্যক্তিত্ব-- সকলেই সিন্ধুকে অভিনন্দন জানাতে থাকেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, পি ভি সিন্ধুর হাত ধরে ভারত এখন ব্যাডমিন্টনের সুপার পাওয়ার। নতুন বিশ্বচ্যাম্পিয়নকে শুভেচ্ছা প্রাক্তন ভারত অধিনায়কের। সিন্ধু সত্যিই স্পেশ্যাল বলেছেন ভারতীয় জিমন্যাস্টিক্সের নক্ষত্র দীপা কর্মকার। অলিম্পিক্সে সোনা জয়ী ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক্স সিংহ বললেন, একটি গর্বের দিন দেশকে উপহার দিলেন সিন্ধু। পিটি উষার মন্তব্য, দুরন্ত একটা দিন ভারতীয় খেলাধূলার জন্য নিয়ে এলেন সিন্ধু।