মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2025) জয় দিয়ে এবারের অভিযান শুরু করল নোভাক জকোভিচ (Novak Djokovic) ও কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। নতুন কোচ অ্য়ান্ডি মারের কোচিংয়ে প্রথমবার পেশাদার কোর্টে খেলতে নেমেছিলেন জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা প্রথম রাউন্ডের ম্য়াচে যুক্তরাষ্ট্রের নীষেশ ভাসবরেড্ডি হারিয়ে দেন জোকার। খেলার ফল ২৪ গ্র্যান্ডস্লাম জয়ীর পক্ষে ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-২। প্রথম সেটে হেরে গিয়েছিল সার্বিয়ান তারকা। যা প্রতিটা টুর্নামেন্টেই কম বেশি প্রথম ম্য়াচে হয়েই থাকে সার্বিয়ান তারকার। এরপরের সেট থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ান তিনি। ভারতীয় বংশোদ্ভুত ১৯ বছর বয়সি তরুণ টেনিস তারকা কিন্তু বেশ বেগ দিয়েছিলেন জোকারকে। ম্য়াচের দ্বিতীয় সেটের আগে খানিকটা অস্বস্তি অনুভব করছিলেন। হয়ত খানিকটা চােট পেয়েছিলেন তিনি। এরপরই খেলা থেকে ধীরে ধীরে হারিয়ে যান তিনি। ম্য়াচের শেষে অবশ্য দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিবাদ জানান নীশেষকে। জোকার ম্য়াচের শেষে বলেন, ''আমি কয়েকদিন আগে চিনতামও না ওকে। শুনেছি আমার ফ্যান ও। আমি অবশ্যই বলতে চাই যে বেশ কয়েকটি সেটে কিন্তু নীশেষ দুর্দান্ত খেলেছে আমার বিরুদ্ধে।'' ২০০৫ ও ২০০৬ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে আর কখনও প্রথম রাউন্ডের ম্য়াচ হারেননি জোকার। এটি ছিল তাঁর ৩৭৮ তম জয়।
শুধু জকোভিচই নন। জয় দিয়ে অভিযান শুরু করলেন কার্লোস আলকারাজও। তিনি হারিয়ে দেন কাজাখাস্তানের ২৪ বছর বয়সি আলেকজান্ডার শেভচেঙ্কোকে। খেলার ফল স্প্যানিশ টেনিস তারকার পক্ষে ৬-১, ৭-৫, ৬-১। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ন ওপেনে একবারও চ্যাম্পিয়ন হতে পারেননি আলকারাজ। তিন সেটের লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে জয় ছিনিয়ে নেন।
রবিবারই অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল। টমাস মাচাচের বিরুদ্ধে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন নাগাল। উল্লেখ্য, ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু এবার পারলেন না। এবার সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতাও অর্জন করেছিলেন। কিন্তু হতাশাই সঙ্গী থাকতে হল।
আরও পড়ুন: দলে রয়েছেন, তবুও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন কি কামিন্স?