নিউ ইয়র্ক: এই নিয়ে রেকর্ড অষ্টম বার। ২০২৩ সালের এটিভি ক্রমতালিকায় (ATP Ranking) শীর্ষে থেকেই বছর শেষ করলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। সর্বাধিক গ্র্যান্ডস্লামের (Grand Slam) মালিক নোভাক এই বিষয়ে সবাইকে ছাপিয়ে গেলেন। চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যাম এর মধ্যে তিনটি গ্র্যান্ডস্লাম (Grand Slam) জিতেছেন সার্বিয়ান এই টেনিস তারকা। এই বছর একমাত্র উইম্বলডন (Wimbledon) জিততে পারেননি জোকার। তাছাড়া অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেনে জয় পেয়েছেন তিনি।
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন নোভাক। সেটিই ছিল তার ২৪ তম গ্র্যান্ডস্ল্যাম জয়। পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম এর মালিক এখন এই সার্বিয়ান টেনিস তারকাই। কিংবদন্তি রজার ফেডেরারের থেকে ৪টি গ্র্যান্ডস্ল্যাম বেশি জিতেছেন নোভাক। তারপরই রয়েছেন স্প্যানিশট টেনিস মায়েস্ত্রো রাফায়েল নাদাল।