লন্ডন: যেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন বছরের শুরুতে, তা সত্যি হল রবিবার। উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ। ফাইনালে ইতালির মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেলেন তিনি। একই সঙ্গে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক হয়ে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। ৩ জনই এই মুহূর্তে ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক।


 






এদিন ফাইনালে বেরেত্তিনির বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে জয় পান জোকার। প্রথম সেটে টাইব্রেকারে হেরে গেলেও পরের তিন সেটে টানা জিতে ম্যাচে শেষ হাসি হাসেন জকোভিচ। খেলার ফল নোভাকের পক্ষে ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩।  প্রথম সেটে পিছিয়ে গিয়েছিলেন জোকার। তবে তাঁর কেরিয়ারে এমনটা অনেকবার হয়েছে সার্বিয়ান তারকার, যেখানে পিছিয়ে থেকেও দুরন্ত ভাবে ফিরে এসেছেন তিনি। এমনকী বেরেত্তিনির বিরুদ্ধে চলতি বছরে ফরাসি ওপেনেও ঠিক একইভাবে পিছিয়েও ম্যাচে দুরন্ত কামব্যাকের মাধ্যমে জয় হাসিল করে নিয়েছিলেন জকোভিচ। 


জকোভিচ গোটা ম্যাচে এদিন মোট ১৪৫ পয়েন্ট জিতে নেন। প্রতিপক্ষ বেরেত্তিনি সেখানে জয় পান ১৩১ পয়েন্ট। এর আগে ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ সালে উইম্বলডনে জয় পেয়েছিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। এই নিয়ে ষষ্ঠবার ঘাসের কোর্টে সম্রাট হলেন জকোভিচ। 


ম্যাচের পর জকোভিচ বলেন, ‘ভীষণ কঠিন একটা লড়াই হল। মাত্তেওকে গত ২ সপ্তাহের জন্য অনেক অনেক অভিনন্দন। আমি নিশ্চিত ওর জন্য দুর্দান্ত একটা কেরিয়ার অপেক্ষা করছে। প্যারিসের পর এখানেও ইতালিয় শক্তির আভাস পেলাম আমি।’ ট্রফি জয় প্রসঙ্গে সার্বিয়ান টেনিস তারকা আরও বলেন, ‘ছোটবেলা থেকে উইম্বলডন জয়ের স্বপ্ন দেখতাম। তবে কখনওই এই ট্রফি জয় নিয়ে বেশি আবেগতাড়িত হতে চাই না। আরও এগিয়ে যেতে হবে আমাকে। রজার রাফার প্রতিও অসম্ভব শ্রদ্ধা রয়েছে আমার। ওঁরা এই খেলার কিংবদন্তি। এক আসনে ওঁদের সঙ্গে বসতে পারলাম, এটা সৌভাগ্যের।’