কলকাতা: মহম্মদ শামির বিরুদ্ধে এবার বয়স ভাঁড়ানোর অভিযোগ করলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘বন্ধুরা, শামি আহমেদের আসল জন্ম সাল দেখুন। ও জাল জন্ম শংসাপত্র বানিয়ে সবাইকে বোকা বানাচ্ছে। ওর ১৯৮২ সালে জন্ম হলেও, ১৯৯০ সালে জন্ম বলে দাবি করে বিসিসিআই, সিএবি ও সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। ও জাল শংসাপত্র দেখিয়ে অনূর্ধ্ব-২২ প্রতিযোগিতায় খেলেছে। শামির জন্য যে ২২ বছরের ক্রিকেটারটি খেলার সুযোগ পেল না, তার সঙ্গে কতটা অন্যায় হল ভাবুন তো!’
ফেসবুকে এই পোস্টের সঙ্গে একটি ড্রাইভিং লাইসেন্সের ছবিও দেন হাসিন। সেই ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী, শামির জন্ম সাল ১৯৮২। পরে অবশ্য এই পোস্ট মুছে দেন হাসিন।
শামির সঙ্গে হাসিনের বিবাদ বেশ কিছুদিন ধরেই চলছে। শামি ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন হাসিন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ শামিকে জেরাও করেছে। যদিও বিসিসিআই শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ খারিজ করে দিয়েছে। এখন আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলছেন শামি। তবে তিনি ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না। এ প্রসঙ্গে দিল্লির বোলিং কোচ জেমস হোপস বলেছেন, ব্যক্তিগত সমস্যা শামির পারফরম্যান্সে প্রভাব ফেলে থাকতে পারে।
শামি বয়স ভাঁড়িয়েছেন, নয়া অভিযোগ হাসিনের
Web Desk, ABP Ananda
Updated at:
28 Apr 2018 09:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -