শারজা: মিডিয়াম পেসার হাসান আলি এবং দুই স্পিনার ইমাদ ওয়াসিম ও শাদাব খানের অসাধারণ বোলিংয়ের সুবাদে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। হাসান ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন। শাদাব ২৯ রান দিয়ে দু’টি এবং ইমাদ ১৩ রান দিয়ে দু’টি উইকেট নেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন হাসান। এই নিয়ে টানা আটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ জিতল পাকিস্তান। অন্যদিকে, টানা ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে হারের মুখ দেখল শ্রীলঙ্কা।


এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারে মাত্র ১৭৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লড়াই করেন একমাত্র লাহিড়ু থিরিমানে। তিনি ৯৪ বলে ৬২ রান করেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। তবে বাবর আজম (অপরাজিত ৬৯) ও শোয়েব মালিকের (অপরাজিত ৬৯) অসাধারণ ইনিংসের সুবাদে সহজ জয় পায় পাকিস্তান।