আবু ধাবি: টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বোধহয় আজ নামতে চলেছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। আবু ধাবিতে এই ম্যাচে নিজেরা অংশ না নিলেও ভারতীয় ক্রিকেট দলের ও ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে এই ম্যাচের দিকে। কারণ এই ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে ভারতীয় দলের সেমিফাইনালে ওঠার ভাগ্য। কিংবদন্তি সুনীল গাওস্কর আশাবাদী আফগানিস্তানের জয়ের ব্য়াপারে। তবে তিনি চাইছেন মুজিব উর রহমানকে যেন খেলায় আফগান শিবির। আগের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি মুজিব। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে হারতে হয়েছে আফগানিস্তানের। 


প্রাক্তন ভারতীয় ওপেনার গাওস্কর বলেন, 'আমি অবশ্যই চাই যে মুজিবকে যেন খেলানো হয়। ও যেন খেলতে পারে। তাহলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একজন মিস্ট্রি স্পিনার খেলানো হবে। মহম্মদ নবি ও রশিদ খানের সঙ্গে যদি মুজিবও দলে ঢুকে পড়ে, তবে বোলিং বিভাগে আফগানিস্তানের অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। নিউজিল্যান্ডকে হারাতে হলে আফগানিস্তানের মুজিবকে দরকার। ও অনেকটা বরুণ চক্রবর্তীর মতো বোলার। ওকে খেলা সত্যিই ব্যাটারদের জন্য ভীষণ কঠিন। মুজিব খেললে ও আর রশিদের দিকেই নজর থাকবে।' উল্লেখ্য, মুজিব শেষ ম্য়াচ খেলেছেন স্কটল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। 


টানা চারটি ম্যাচ জিতে ভারতের গ্রুপ থেকে ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এখন লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ৪ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট ৬। সেখানে সমান সংখ্যক ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৪। ৪ ম্যাচ খেলে আফগানিস্তানের পয়েন্ট ২। ফলে আফগানদের সম্ভাবনা প্রায় নেই। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত চাইবে এই ম্যাচে আফগানিস্তান জিতুক। সেটা হলে বিরাট কোহলি-রোহিত শর্মাদের লাভ। কিন্তু নিউজিল্যান্ড যদি জিতে যায়, তাহলে তারা কার্যত সেমি-ফাইনালের টিকিট পাকা করে নেবে।


আরও পড়ুন: ফিরল না ভাগ্য, ইংল্যান্ডকে হারিয়েও রান রেটের বিচারে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার