মাউন্ট মাউনগানুই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ ৫-০ জিতে যেদিন ভারতীয় দল নতুন নজির গড়ল, সেদিনই ব্যক্তিগত একটি রেকর্ড গড়লেন এই ম্যাচে ভারতের অধিনায়ক হিসেবে খেলতে নামা রোহিত শর্মা। বিরাট কোহলিকে টপকে তিনি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ রানের রেকর্ড গড়লেন। তাঁর অর্ধশতরান ২১টি এবং শতরান চারটি। বিরাটের অর্ধশতরানের সংখ্যা ২৪। তিনি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে একটিও শতরান করতে পারেননি।
আজ বিশ্রাম নেন বিরাট। তাঁর অনুপস্থিতিতেই জয় পায় ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত। তিনি ৪১ বলে তিনটি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে ৬০ রান করার পর কাফ মাসলে টান ধরায় অবসৃত হন। লোকেশ রাহুল করেন ৩৩ বলে ৪৫ রান। শ্রেয়স আয়ার করেন ৩৩ রান। ভারতীয় দল ৩ উইকেটে ১৬৩ রান করে। জবাবে ৯ উইকেটে ১৫৬ রান করে নিউজিল্যান্ড। ফিল্ডিং করতে নামতে পারেননি রোহিত। সেই সময় অধিনায়কত্ব করেন রাহুল।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ রান, বিরাটকে টপকে গেলেন রোহিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2020 05:33 PM (IST)
আজ বিশ্রাম নেন বিরাট। তাঁর অনুপস্থিতিতেই জয় পায় ভারত।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -