মাউন্ট মাউনগানুই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ ৫-০ জিতে যেদিন ভারতীয় দল নতুন নজির গড়ল, সেদিনই ব্যক্তিগত একটি রেকর্ড গড়লেন এই ম্যাচে ভারতের অধিনায়ক হিসেবে খেলতে নামা রোহিত শর্মা। বিরাট কোহলিকে টপকে তিনি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ রানের রেকর্ড গড়লেন। তাঁর অর্ধশতরান ২১টি এবং শতরান চারটি। বিরাটের অর্ধশতরানের সংখ্যা ২৪। তিনি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে একটিও শতরান করতে পারেননি।


আজ বিশ্রাম নেন বিরাট। তাঁর অনুপস্থিতিতেই জয় পায় ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত। তিনি ৪১ বলে তিনটি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে ৬০ রান করার পর কাফ মাসলে টান ধরায় অবসৃত হন। লোকেশ রাহুল করেন ৩৩ বলে ৪৫ রান। শ্রেয়স আয়ার করেন ৩৩ রান। ভারতীয় দল ৩ উইকেটে ১৬৩ রান করে। জবাবে ৯ উইকেটে ১৫৬ রান করে নিউজিল্যান্ড। ফিল্ডিং করতে নামতে পারেননি রোহিত। সেই সময় অধিনায়কত্ব করেন রাহুল।