হ্যামিল্টন: শুরুটা হয়েছিল গত আইপিএল থেকে। গুজরাত টাইটান্সের হয়ে খেলার সময় তাঁর এসিএল টিয়ার হয়। অস্ত্রোপচার করাতে হয়। দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। তারপর ওয়ান ডে বিশ্বকাপের আগে সুস্থ হন। যদিও টুর্নামেন্টে ফের চোট পান। হাতের আঙুল ভেঙেছিল। সেই ধাক্কা কাটিয়ে মাঠে ফিরেছিলেন।
এবার ফের চোট পেলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে যা অস্বস্তিতে রাখবে কিউয়ি শিবিরকে।
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজেও নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন উইলিয়ামসন। হ্যামিল্টনে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান উইলিয়ামসন। তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেয়। তিনি আর মাঠে থাকার ঝুঁকি নেননি। মাঠ ছেড়ে উঠে যান। তাঁর পরিবর্তে নিউজ়িল্যান্ডকে বাকি ম্যাচে নেতৃত্ব দেন টিম সাউদি।
ম্যাচে তখন নিউজ়িল্যান্ডের ব্যাটিং চলছিল। উইলিয়ামসন ব্যাট করছিলেন ১৫ বলে ২৬ রান করে। বেশ ঝোড়ো মেজাজে ছিলেন। তিনটি চার ও একটি বিশাল ছক্কা মেরেছিলেন উইলিয়ামসন। নিউজ়িল্যান্ড ইনিংসের দশম ওভারের ঘটনা। দেখা যায়, মাঠে ফিজিওকে প্রবেশ করতে হচ্ছে। উইলিয়ামসনের হ্যামস্ট্রিংয়ের বেশ কিছুক্ষণ পরিচর্যা চলে। কিন্তু আর ব্যাটিং করতে পারেননি উইলিয়ামসন। তাঁর পরিবর্তে ক্রিজে নামেন ডারিল মিচেল।
নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে পরে জানানো হয় যে, একটি রান নেওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন উইলিয়ামসন। সেই কারণেই তিনি আর ব্যাটিং করতে পারেননি।
গত বছরের আইপিএলে প্রথম ম্যাচেই চোট পেয়ে গোটা প্রতিযোগিতা থেকে ছিটকে যান। ছ’মাস পরে বিশ্বকাপের আগে কোনও মতে সুস্থ হন। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বুড়ো আঙুলে চিড় ধরায় চারটি ম্যাচে খেলতে পারেননি। ফের চোট পেলেন। যা চিন্তায় রাখবে শুভমন গিলদেরও। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন কিউয়ি তারকা।
আরও পড়ুন: সিরিজ জয় রোহিতদের, জয় ইস্ট-মোহনের, এগোলেন জোকার, দিনের সেরা খেলার খবরের এক ঝলক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে