কুইনস্টোন: ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হত ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। কিন্তু প্রথম ও দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ওয়ান ডে ম্যাচেও হারতে হল হরমনপ্রীত, দীপ্তিদের। তৃতীয় ম্যাচে ৩ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল। সিরিজের বাকি ২ ম্যাচ এখন পুরোপুরি নিয়মরক্ষার হয়ে গেল। 


এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। শেফালি ভার্মা ও শাব্বিনেনি মেঘানা ওপেনিং জুটিতে বোর্ডে ১০০ রান যোগ করেছিলেন। ৬১ রানের ইনিংস খেলে আউট হয়ে যান মেঘানা। শেফালি ৫১ রানের ইনিংস খেলেন। কিন্তু শুরুটা এত ভাল হলেও তা বজায় রাখতে পারেনি দল। ১৮৭ রান বোর্ডে তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। তবে লোয়ার অর্ডারে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন দীপ্তি শর্মা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রান বোর্ডে তুলতে সক্ষম হয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউয়ি শিবির। ২ অভিজ্ঞ ব্যাটার সুজি বেটস ও সোফি ডেভাইল ওপেনিংয়ে নেমেছিলেন। কিন্তু তাঁরা ২ জনের কেউই রান পাননি। সুজি ৫ রান করেন। সোফি শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু এরপর দলের হাল ধরেন এমি সাদারহোয়াই ও লরেন ডাউন। ২ জনে মিলে ধীরে ধীরে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় নিউজিল্যান্ড। 


বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ান ডে সিরিজকে প্রস্তুতি হিসেবেই দেখছেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই সিরিজের আগে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচেও হারতে হয়েছে। এই ম্যাচে স্মৃতি মন্ধানাকে পাওয়া যাবে মনে করা হয়েছিল। কিন্তু বাঁহাতি ওপেনারকে একাদশে পাওয়া যায়নি। ভারতীয় বোলারদের মধ্য়ে ঝুলন গোস্বামী সবচেয়ে সফল। তিনি ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।